#মুম্বই: ভারতীয় ক্রিকেটের নয়া নাটক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে চান না বিরাট কোহলি। মেয়ের প্রথম জন্মদিনের কারণ দেখিয়ে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন একদিনের ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
বিরাট আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন, মেয়ের প্রথম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। গত বছর ১১ জানুয়ারি জন্ম হয়েছিল ভামিকার। এবার ১১ জানুয়ারি এক বছর পূর্ণ করবেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল সিরিজের শেষ টেস্ট খেলবে সেই দিন। টেস্ট শেষ ১৫ জানুয়ারি।
আরও পড়ুন- ষষ্ঠ বিবাহ বার্ষিকী রোহিত - রিতিকার, শুভেচ্ছা, আবেগে ভাসলেন দুজনে
১৯ জানুয়ারি থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ। টেস্ট সিরিজ শেষ হলেই পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে কোহলির। মেয়ের জন্মদিনে ছুটি চাইলে সে ক্ষেত্রে শেষ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বিরাট। তাই জন্মদিনের কারণটা নেহাতই অজুহাত মনে হচ্ছে অনেকের।
আসল কারণ রোহিত শর্মার সঙ্গে ইগোর লড়াই। রোহিত থাকলে বিরাট কোহলি থাকবেন না। এদিকে বিরাট থাকলে রোহিত থাকবেন না। আর একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বোর্ডের সঙ্গে বিরাটের ঠান্ডা যুদ্ধ চলছেই।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন রোহিত শর্মা। যদিও বিসিসিআই এখনো সরকারি ভাবে কিছু জানায়নি। তবে রোহিত ও বিরাটের মধ্যে ঠাণ্ডা লড়াই যে চলছে তা আর কারও বুঝতে অসুবিধা হচ্ছে না। আর এসবের মাঝে পড়ে বিসিসিআই-এর এখন করুণ অবস্থা।
আরও পড়ুন- বিরাটের হাতে অপমানিত অশ্বিনকে প্রচুর গুরুত্ব দেবেন রোহিত শর্মা
বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় ব্যাটিং লাইনের দুই স্তম্ভ। দুজনই দলের সিনিয়র সদস্য। অধিনায়কও। এমন দুজন তারকা ক্রিকেটারকে না পেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চাপে পড়তে পারে ভারতীয় দল। তা আর বলার অপেক্ষা রাখে না। তা ছাড়া ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে আর বেশি দেরিও নেই। শেষবেলায় দুই তারকা ক্রিকেটারের ইগোর লড়াই আসলে দলের ক্ষতি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এমনিতে টি-২০ বিশ্বকাপে খুবই খারাপ পারফরম্যান্স ছিল ভারতীয় দলের। তবে ঘরের মাঠে নিউ জিল্যানডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ফের ট্র্যাকে ফিরেছে টিম ইন্ডিয়া। তবে আবার রোহিত বনাম কোহলির ঠাণ্ডা যুদ্ধে বেসামাল ভারতীয় ক্রিকেট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Rohit Sharma, Team India, Virat Kohli