corona virus btn
corona virus btn
Loading

শামির মেয়ের সঙ্গে বিরাট ডান্স এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল !

শামির মেয়ের সঙ্গে বিরাট ডান্স এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল !

ডান্স ফ্লোরে কোহলির সঙ্গী এবার মহম্মদ শামির মেয়ে আয়রা।

  • Share this:

#কলম্বো: দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতা হয়ে গিয়েছে। মেজাজে রয়েছেন বিরাট কোহলি। তিনি নাচটাও খারাপ জানেন না । কখনও অনুষ্কা শর্মার সঙ্গে। কখনও যুবি, ভাজ্জিদের সঙ্গে। ডান্স ফ্লোরে কোহলির সঙ্গী এবার মহম্মদ শামির মেয়ে আয়রা।

 লু বেগার 'আই গট এ গার্ল'-র তালে তাল মিলিয়ে বিরাটের সঙ্গে দিব্যি নাচল সে। অবসর সময়ে যেমন ফুরফুরে মেজাজ। তেমনি প্র্যাকটিসেও কড়া পরিশ্রম করেন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ফিটনেস ভিডিও সম্প্রতি আপলোড করেছেন বিরাট। কিন্তু সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে শামির মেয়ের সঙ্গে তাঁর ডান্স ৷ দেখে নিন সেই নাচের ভিডিও ৷

First published: September 14, 2017, 1:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर