#সিডনি:পরপর দুই ম্যাচে প্রথমে ব্যাট করে সাড়ে তিনশোর বেশি রান অস্ট্রেলিয়ার ৷ পরপর দুই ম্যাচেই হার হজম টিম ইন্ডিয়ার ৷ সেইসঙ্গে ওয়ান ডে সিরিজেও হার হজম ভারতের ৷ সিডনিতে দুটি ম্যাচেই ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স হতাশই করেছে সমর্থকদের ৷ অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, সুযোগের সদ্ব্যবহার না করতে পারাটাই সিরিজ হারের সব চেয়ে বড় কারণ ৷
রবিবার ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট বলেন, ‘‘ সব বিভাগেই আমাদের চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া ৷ আমরা দাঁড়াতেই পারিনি ৷ বোলাররা ঠিক জায়গায় বল রাখতে পারেনি ৷ ব্যাটিংও ওদের দুর্দান্ত হয়েছে ৷ ব্যাটিংয়ে গভীরতাই অজিদের অস্ত্র ৷ সেটাই এগিয়ে রেখেছে ওদেরকে ৷ ’’
কোহলি আরও জানান, ‘‘সুযোগের সদ্ব্যবহার করাই সবার কাজ। অস্ট্রেলিয়া সেটা করেছে। এমন জায়গায় বল রেখেছে, যেখানে ব্যাটসম্যানদের ঝুঁকি নিয়ে শট খেলতে হয়েছে। ফলে সুযোগ তৈরি হয়েছে। আর সেই সুযোগটা ওরা কাজে লাগিয়েছে।’’