• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ক্যান্ডিতে জাতীয় পতাকা উত্তোলন টিম ইন্ডিয়ার

ক্যান্ডিতে জাতীয় পতাকা উত্তোলন টিম ইন্ডিয়ার

Photo: Instagram

Photo: Instagram

পতাকা উত্তোলনের ভিডিও ট্যুইট করে বিসিসিআই ৷

 • Share this:

  #ক্যান্ডি: মাত্র তিন দিনেই টেস্ট শেষ হওয়ার পর এখন ছুটির মেজাজে টিম ইন্ডিয়া ৷ এই প্রথমবার বিদেশের মাটিতে সিরিজের সবক’টি টেস্ট জিততে সফল ভারত ৷

  সামনে ওয়ান ডে এবং টি-২০ ম্যাচ ৷ তার আগে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করল টিম বিরাট ৷ জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দলের ক্রিকেটাররা ছাড়াও পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিমের সাপোর্ট স্টাফরা এবং ক্রিকেটারদের পরিবারের সদস্যরা ৷ পতাকা উত্তোলনের ভিডিও ট্যুইট করে বিসিসিআই ৷

  First published: