#নাগপুর: দুরন্ত ফর্মে বিরাট কোহলি ৷ কলকাতার পর নাগপুরেও সেঞ্চুরি ভারত অধিনায়ক কোহলির। গাভাসকারকে টপকে টেস্টে অধিনায়ক হিসেবে ১২টি সেঞ্চুরির কৃতিত্ব বিরাটের। পাশাপাশি এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ১০টি শতরানের নজিরও গড়লেন ভারতীয় দলের অন্যতম স্টার প্লেয়ার কোহলি। পিছনে ফেললেন পন্টিং, স্মিথদের।
চলতি বছরে ৪টি টেস্ট ও ৬টি একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ৷ এরই সঙ্গে ভাঙলেন অজি ক্রিকেট তারকা পন্টিং ও স্মিথের রেকর্ড ৷ এর আগে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ৯টি সেঞ্চুরির রেকর্ড ছিল রিকি পন্টিং ও স্মিথের দখলে ৷
দিনের শুরুতে ১২৮ রান করে আউট হন মুরলী। তবে মুরলীর উইকেট হারিয়ে সমস্যায় পড়ার আগেই বিরাটের চওড়া ব্যাট অবস্থার সামাল দেয় ৷ বিরাটের পাশাপাশি সেঞ্চুরি করেছেন পূজারাও ৷ ব্যক্তিগত ১৪৪ রানে প্যাভিলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা ৷ তৃতীয় দিনে বড় রানের লক্ষ্যেই এগোচ্ছে ভারত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs sl 2017, India vs Sri Lanka 2017, Kohli, Kohli century, Nagpur Test, Sunil Gavaskar, Virat Kohli