হোম /খবর /খেলা /
সচিনের সঙ্গে তুলনায় এখন কেন রেগে যান কোহলি? উত্তর দিলেন সহজ কথায়

Virat Kohli: সচিনের সঙ্গে তুলনায় এখন কেন রেগে যান কোহলি? উত্তর দিলেন সহজ কথায়

সচিনের সঙ্গে তুলনায় লজ্জিত কোহলি

সচিনের সঙ্গে তুলনায় লজ্জিত কোহলি

  • Share this:

বেঙ্গালুরু: সচিন তেন্ডুলকর ক্রিকেটের ভগবান, তার সঙ্গে নিজের তুলনা পছন্দ নয় বিরাট কোহলির। প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার সঙ্গে এক সাক্ষাৎকারের এ কথা আবার জানিয়েছেন বিরাট। যারা এরকম করেন তারা শুধু পরিসংখ্যান দেখেই করেন বলছেন কিং কোহলি। সচিন তেন্ডুলকর হওয়া সম্ভব নয়, তেমন ভিভিয়ান রিচার্ডস হওয়া অসম্ভব। অনেক প্রাক্তন ক্রিকেটারকেই বলতে শোনা যায়, সচিনের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র বিরাট।

ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে সচিনকে ছুঁয়ে গিয়েছেন তিনি। তবে ১০০টি সেঞ্চুরির মালিক বিরাট হতে পারবেন কিনা তা সময় বলবে। তবে সব ফরম্যাট মিলিয়ে ৭৫টি শতরান ইতিমধ্যেই করে ফেলেছেন কিং কোহলি। এইবার আইপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তিনটি অর্ধশতরানও করে ফেলেছেন।‌

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। সেই দলের অন্যতম ভরসা হতে চলেছেন কোহলি। তিনি আরও বলেন, কখনও সচিন তেন্ডুলকর এবং ভিভ রিচার্ডসনের সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। ওরা ওদের নিজেদের সময়কালের সেরা ক্রিকেটার। নিজেদের সময় খেলার মধ্যে একটা বিপ্লব এনেছে ওরা।

সমর্থকরা ওদেরকে ভরসা ও বিশ্বাস করে। ক্রিকেটে কোনও ক্রিকেটারের উপর বিশ্বাস করা খুবই একটা বিরল ব্যাপার। সচিন যেভাবে একার ওপর দেশের মানুষের ভার বহন করেছিলেন সেটা তার পক্ষে সম্ভব নয় জানিয়েছেন বিরাট। তাছাড়া অতীতের বোলাররাও অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। বিরাট নিজে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন সচিনের সঙ্গে কয়েকটা ম্যাচ খেলার কারণে। সেই অভিজ্ঞতা ভুলতে পারবেন না বিরাট।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Sachin Tendulkar, Virat Kohli