হোম /খবর /খেলা /
ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ান ফলোয়ার কোহলির! ভারতীয়দের মধ্যে প্রথম

ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ান ফলোয়ার কোহলির! ভারতীয়দের মধ্যে প্রথম

Virat Kohli Becomes First Indian to Breach 100 Million Followers Mark on Instagram

Virat Kohli Becomes First Indian to Breach 100 Million Followers Mark on Instagram

ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে (Virat Kohli) এখন ১০০ মিলিয়ন মানুষ ফলো করছেন! অর্থাৎ ভারত অধিনায়কের বর্তমান অনুগামীর সংখ্যা দাঁড়াল ১০ কোটি৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে (Virat Kohli) এখন ১০০ মিলিয়ন মানুষ ফলো করছেন! অর্থাৎ ভারত অধিনায়কের বর্তমান অনুগামীর সংখ্যা দাঁড়াল ১০ কোটি৷ প্রথম ভারতীয় হিসাবে ইনস্টায় ১০০ মিলিয়ন ফলোয়ার পাওয়ার মাইলস্টোন স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার৷ বিরাটের ঠিক পরেই দু'নম্বরে আছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ কিন্তু বিরাটের সঙ্গে তাঁর ফারাক প্রায় ৪০ মিলিয়নের৷ প্রিয়াঙ্কাকে ফলো করেন ৬০.৮ মিলিয়ন মানুষ৷

ক্রিকেটারদের মধ্যে কোহলিরই ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স৷ সমস্ত স্পোর্টস মিলিয়ে তিনি চারে৷ ক্রীড়াবিদদের তালিকায় একে জুভেন্তাসের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), ২৬৫ মিলিয়ন ফলোয়ার্স তাঁর৷ এরপরেই বার্সেলোনার আর্জেন্তাইন রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi), ১৮৬ মিলিয়ন ফলোয়ার্স বার্সার ক্যাপ্টেনের৷ তিনে ব্রাজিলের স্টার নেইমার৷ প্যারিস সাঁ জাঁ-র ফুটবলার৷

ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্টে বিশ্বের প্রথম ১০ সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকাতেও আছেন বিরাট৷ একমাত্র ক্রিকেট ক্যাপ্টেন হিসাবে এই নজির কোহলির৷ ৬ নম্বরে আছেন তিনি৷ সিআর সেভেন ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্ট করে সবচেয়ে বেশি টাকা উপার্জন করেন৷ লকডাউনেও রোনাল্ডোর উপার্জন হয়েছে ৩৭৯, ২৯৪ পাউন্ড৷ প্রতি পোস্টর জন্য তিনি নেন ১২৬, ৪৩১ পাউন্ড৷ব্র্যান্ড ভ্যালুর বিচারে দেশের সবচেয়ে শক্তিশালী সেলেবদের তালিকায় এক নম্বরে বিরাট৷ নিউ ইয়র্ক শহরে অবস্থিত বহুজাতিক কনসালটেন্সি ফার্ম ডাফ অ্যান্ড ফেল্পসের রিপোর্ট এমনটাই বলছে৷ তারা বলছে, ২০১৯ সালে কোহলির ব্র্যান্ড ভ্যালু ৩৯ শতাংশ বেড়েছে৷ অর্থের বিচারে ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলার৷ দু'নম্বরে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)৷ যাঁর ব্র্যান্ড ভ্যালু ১০৪.৫ মিলিয়ন মার্কিন ডলার৷ ৫৫.৩ শতাংশ বেড়েও কোহলির অর্ধেক!

Published by:Subhapam Saha
First published:

Tags: Cristiano Ronaldo, Instagram, Virat Kohli