#মুম্বই: ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে (Virat Kohli) এখন ১০০ মিলিয়ন মানুষ ফলো করছেন! অর্থাৎ ভারত অধিনায়কের বর্তমান অনুগামীর সংখ্যা দাঁড়াল ১০ কোটি৷ প্রথম ভারতীয় হিসাবে ইনস্টায় ১০০ মিলিয়ন ফলোয়ার পাওয়ার মাইলস্টোন স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার৷ বিরাটের ঠিক পরেই দু'নম্বরে আছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ কিন্তু বিরাটের সঙ্গে তাঁর ফারাক প্রায় ৪০ মিলিয়নের৷ প্রিয়াঙ্কাকে ফলো করেন ৬০.৮ মিলিয়ন মানুষ৷
ক্রিকেটারদের মধ্যে কোহলিরই ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স৷ সমস্ত স্পোর্টস মিলিয়ে তিনি চারে৷ ক্রীড়াবিদদের তালিকায় একে জুভেন্তাসের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), ২৬৫ মিলিয়ন ফলোয়ার্স তাঁর৷ এরপরেই বার্সেলোনার আর্জেন্তাইন রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi), ১৮৬ মিলিয়ন ফলোয়ার্স বার্সার ক্যাপ্টেনের৷ তিনে ব্রাজিলের স্টার নেইমার৷ প্যারিস সাঁ জাঁ-র ফুটবলার৷
ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্টে বিশ্বের প্রথম ১০ সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকাতেও আছেন বিরাট৷ একমাত্র ক্রিকেট ক্যাপ্টেন হিসাবে এই নজির কোহলির৷ ৬ নম্বরে আছেন তিনি৷ সিআর সেভেন ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্ট করে সবচেয়ে বেশি টাকা উপার্জন করেন৷ লকডাউনেও রোনাল্ডোর উপার্জন হয়েছে ৩৭৯, ২৯৪ পাউন্ড৷ প্রতি পোস্টর জন্য তিনি নেন ১২৬, ৪৩১ পাউন্ড৷ব্র্যান্ড ভ্যালুর বিচারে দেশের সবচেয়ে শক্তিশালী সেলেবদের তালিকায় এক নম্বরে বিরাট৷ নিউ ইয়র্ক শহরে অবস্থিত বহুজাতিক কনসালটেন্সি ফার্ম ডাফ অ্যান্ড ফেল্পসের রিপোর্ট এমনটাই বলছে৷ তারা বলছে, ২০১৯ সালে কোহলির ব্র্যান্ড ভ্যালু ৩৯ শতাংশ বেড়েছে৷ অর্থের বিচারে ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলার৷ দু'নম্বরে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)৷ যাঁর ব্র্যান্ড ভ্যালু ১০৪.৫ মিলিয়ন মার্কিন ডলার৷ ৫৫.৩ শতাংশ বেড়েও কোহলির অর্ধেক!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo, Instagram, Virat Kohli