বেঙ্গালুরু: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বরাবর ফিটনেস নিয়ে প্রচুর সচেতন। একজন ক্রিকেট জগতের আইকন, অন্যজন বলিউডের নায়িকা। স্বাভাবিকভাবেই তাদের জীবনের ফিটনেস বিরাট ভূমিকা পালন করে। বলতে গেলে ফিটনেসের ওপরেই তাদের জীবিকা। শেষ কয়েক মাস ধরে অবশ্য দুজনে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে গিয়েছেন। ধার্মিক হয়ে গিয়েছেন অনেকটা। কিন্তু ফিটনেস যে ধরে রাখতেই হবে।
আইপিএলের মাঝে দু তিন দিনের ছুটি আরসিবি দলের। তাই সময় বের করে বিরাট এবং অনুষ্কা চলে গেলেন একটি হাউসিং কমপ্লেক্সে। এই আবাসনে যারা থাকেন তারা বুঝতেও পারেননি এই তারকা দম্পতি তাদের সঙ্গে সময় কাটাতে এবং ব্যাডমিন্টন খেলতে আসছেন। বিরাট এবং অনুষ্কা কয়েকজনের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন। ছবি তুললেন এবং অটোগ্রাফ দিলেন।
Virat Kohli and Anushka Sharma playing badminton 🏸 😍😍#ViratKohli #AnushkaSharma pic.twitter.com/pFBkIcrl7K
— VK 18 FAN (@Deba32644) April 24, 2023
আধুনিক সমাজে যখন মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে গিয়েছে তখন ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই বার্তা দিলেন। বিরাট বললেন একজন ফিট মানুষ যেমন নিজের পক্ষে ভাল, তেমন সমাজের পক্ষেও ভাল। দেহ ফিট থাকলে মন ফিট থাকে। এটাই স্বাভাবিক। অনুষ্কা জানান ফিটনেস সুস্থ ভারত তৈরি করতে সাহায্য করবে ভবিষ্যতে।
তারা দুজনেই নিয়মিত জিম করেন এবং মানুষকে অনুপ্রাণিত করেন যতটা সম্ভব ফিটনেস ধরে রাখার। এটাই বেঁচে থাকার রাস্তা। ক্রিকেট খেলার বাইরে সময় পেলে দুজনে ব্যাডমিন্টন খেলেন সেটাও জানালেন অনুষ্কা। প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে বেরিয়ে যান তারকা দম্পতি।
শেষ দুটি ম্যাচে আরসিবি দলের ক্যাপ্টেন্সি করেছেন বিরাট। দুটোতেই জয় এসেছে। তবে আগামীদিনেও তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা সে ব্যাপারে কিছু বলেননি। তবে এবার না পাওয়া আইপিএল জয়ের জন্য সবকিছু উজাড় করে দেবেন বিরাট সেটা বলাই যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Virat Kohli