Home /News /sports /

আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট-বুমরাহ

আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট-বুমরাহ

Photo Courtesy: Virat Kohli/Twitter Handle

Photo Courtesy: Virat Kohli/Twitter Handle

দক্ষিণ আফ্রিকায় এখন স্বপ্নের ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

 • Share this:

  #জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় এখন স্বপ্নের ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড গড়ছেন তিনি ৷ টেস্ট এবং ওয়ান ডে দুই ফর্ম্যাটেই এখন ৯০০-র বেশি রেটিং পয়েন্ট বিরাটের সংগ্রহে ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জেতার পরেই ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গিয়েছিল ভারত ৷ এবার ওয়ান ডে-তে  ব্যাটসম্যানদের তালিকাতেও এক নম্বর স্থান ফিরে পেলেন কোহলি ৷ যদিও টেস্টে এখনও  র‌্যাঙ্ক তালিকায় দু’নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক ৷  আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন যশপ্রীত বুমরাহ ৷

  ওয়ান ডে  র‌্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থানে থাকার পাশাপাশি দু’নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া। ভারতের  পয়েন্ট ১২২। দক্ষিণ আফ্রিকা সেখানে পাঁচ পয়েন্ট পিছিয়ে ১১৭।

  দক্ষিণ আফ্রিকায় একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন বিরাট কোহলি ৷ এখন তাঁর সংগ্রহে ৯০৯ রেটিং পয়েন্ট ৷ শীর্ষস্থান পেতে তাই বিশেষ অসুবিধা হয়নি তাঁর ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স ৷ তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড মিলার ও বাবর আজম ৷  অন্যদিকে ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ান ডে-তে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতের পেসার যশপ্রীত বুমরাহ ৷  তবে বুমরাহেরর থেকেও বোলারদের র‌্যাঙ্ক তালিকায় চমকে দিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ৷ সমসংখ্যক পয়েন্ট নিয়ে বিরাটের সঙ্গে একই আসনে রয়েছেন তিনি ৷

  টেস্ট ও ওয়ান ডে দুই ফর্ম্যাটেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেওয়ার পর ভারতের এ বার লক্ষ্য টি২০তেও শীর্ষে উঠে আসা।

  First published:

  Tags: ICC Rankings, Jasprit Bumrah, Virat Kohli

  পরবর্তী খবর