#ইসলামাবাদ: ক্রিকেট পাকিস্তানের অন্যতম জনপ্রিয় খেলা৷ ভারতের মতোই পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের দেশের তারকার ট্রিটমেন্ট পান৷ নিজেদের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক পাওয়ার জন্য ফ্যানরা তৃষিত আশায় বসে থাকেন৷ প্রিয় প্লেয়ারের অটোগ্রাফের দিন এখন শেষ! এখন সেলফির জমানা৷ তবে ফ্যানরা ক্রিকেটারদের দেখলে যেরকম আমোদে ভাসেন সবসময় ক্রিকেটাররা কিন্তু ফ্যানদের অনায্য আবদার মেটাতে মোটেই স্বচ্ছন্দ বোধ করেন না৷ আর এরকমটাই হল বাবর আজমের সঙ্গে৷
বাবর আজম বিয়েবাড়িতে গিয়ে একেবারে ফ্যানদের মধ্যে ঘেরাও হয়ে গিয়েছিলেন৷ তাও আবার মহিলা ফ্যান! আলিম দারের ছেলের বিয়েতে গিয়েছিলেন বাবর আজম৷ সেই বিয়ের আসরে ফ্যানরাও হাজির ছিলেন৷ বাবর আজমকে ঘিরে মহিলা ফ্যানরা সেলফি তুলতে শুরু করেন৷
Lerkiyan b babar ka picha ni chorti Bichara😂😂😂 Kaise bhaga yarr🤣🤣#BabarAzam𓃵 pic.twitter.com/TgZvXagiRE
— ♥️kiranBatool🇵🇰🏏 (@batool8918) January 29, 2023
বাবর আজমকে বিয়েবাড়িতে মহিলা ফ্যানরা ছবির আবদার করতে শুরু করেন৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়া এখন তুমুল ভাইরাল ৷ যেখানে দেখা যাচ্ছে চারপাশে মহিলা পরিবেষ্টিত হওয়ার পরেই পাঁইপাঁই করে সেই এলাকা ছেড়ে পালিয়ে যান৷
আরও পড়ুন - সকলের মুখে হাসি ভর্তি, দশতলা থেকে পরে গিয়েছিল শিশু, ২মাসের লড়াইতে সুস্থ হয়ে বাড়ি ফিরল অন্বেষা
বাবরের এই বিয়েবাড়ির ভিডিও সকলের নজর কেড়েছে৷ পাকিস্তানের এই ক্রিকেটার সবসময়েই শিরোনামে থাকেন৷ আলিম দার অত্যন্ত জনপ্রিয় এবং মান্যগন্য আম্পায়র৷
পাকিস্তানের ক্রিকেট প্লেয়ার নিউজিল্যান্ডের সিরিজের পর বিশ্রামে রয়েছেন৷ পাকিস্তান প্রিমিয়ার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলেন তিনি৷ ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই ক্রিকেট লিগ শুরু হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babar Azam, Viral Video