#লন্ডন : ওভাল মাঠের বাইরে হাজার বাজার ভারতীয় সমর্থকদের মধ্যে হঠাৎই ‘চোর চোর’ বলে চিৎকার ৷ অনেকেই বুঝে উঠতে পারছিলেন না, ব্যাপারটা ঠিক কী ? কোনও পকেটমার কি মাঠে ঢুকে পড়ল নাকি ? তাড়াতাড়ি পাওয়া গেল উত্তরটা ৷ মাঠে ঢুকছেন ‘লিকার ব্যারন’ বিজয় মালিয়া ৷ তাঁকে দেখেই ভারতীয় সমর্থকদের চিৎকার ‘চোর চোর চোর’!
এজবাস্টনে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার পাশাপাশি বিরাট কোহলির চ্যারিটি ডিনারেও যোগ দিয়েছিলেন বিজয় মালিয়া ৷ নিজেই জানিয়েছিলেন ভারতের আগামী ম্যাচগুলিতেও মাঠে এসেই খেলা দেখবেন তিনি ৷ ওভালে রবিবার এমন অস্বস্তিতে পড়তে হবে, সেটা হয়তো ভাবেননি মিস্টার মালিয়া ৷ নাহলে মাঠে আসার আগে দু’বার হয়তো ভাবতেন ৷
দেশের কোটি কোটি টাকার কারচুপির অভিযোগ মালিয়ার বিরুদ্ধে ৷ শর্তসাপেক্ষ জামিনে এখন ঘুরে বেড়ালেও রবিবার খেলার মাঠে সাধারণ মানুষের কাছেই চোরের তকমা পেলেন প্রাক্তন কিংফিশার কর্তা ৷
Vijay Mallya booed outside the Oval with shouts of "chor, chor". #INDvSA #ChampionsTrophy2017 pic.twitter.com/mKVANrWZau
— ANI (@ANI_news) June 11, 2017