#পোখরান : ভারতীয় বায়ুসেনার ২ ঘন্টার দারুণ মহড়া ছিল পোখরানে৷ পাকিস্তান বর্ডারের কাছে হেলিকপ্টার দিয়ে বায়ুসেনার মহড়া দেখলেন সচিন তেন্ডুলকর ৷
বায়ুশক্তি ২০১৯ এ হাজির ছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত ও এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ৷ প্রথম সারিতে হাজির ছিলেন সচিন তেন্ডুলকরও ৷ তারকা ক্রিকেটার মিলিটারি জাম্পস্যুটে হাজির ছিলেন ৷ শো-র বিভিন্ন অংশ নিজের স্মার্ট ফোনে তুলে নেন সচিন ৷
সচিন শো-তে থাকার পর ভীষণ আবেগপ্রবণ হয়ে পরেন ৷ সচিন লিখেছেন, ‘‘আমাদের বিমান সেনার ক্ষমতা দেখে গর্ব অনুভব হচ্ছে ৷ এই সব সাহসি মানুষদের মধ্যে থাকাটা দারুণ সম্মানের ৷ এঁরা দেশের রক্ষা করেন ৷ শত্রুদের থেকে আমাদের রক্ষা করেন ৷ ২০১৫-র ৮ অক্টোবর বায়ুসেনার পক্ষ থেকে সচিনকে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ দেওয়া হয় ৷
A sight to behold! Pictures from the stunning #VayuShakti2019 by @IAF_MCC in Pokhran today. The event excellently showcased the superb might and firepower that India possesses. pic.twitter.com/Vr0x8BBfe0
— Shankar Chaudhary (@ChaudhryShankar) February 16, 2019
আরও দেখুন#VayuShakti2019 The capabilities and strength of @IAF_MCC at display during the day at Pokharan Range, #Rajasthan.
— Defence PRO Meghalaya (@proshillong) February 16, 2019
The event was witnessed by CAS ACM BS Dhanoa, COAS Gen Bipin Rawat,Gp Capt @sachin_rt and many others including foreign nationals.@adgpi @DefenceMinIndia pic.twitter.com/lqrkjQ2Yki
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pulwama, Pulwama Terror Attack, Sachin Tendulkar, পুলওয়ামা, পুলওয়ামা জঙ্গি হানা, সচিন তেন্ডুলকর