হোম /খবর /খেলা /
কেকেআরের হার্টথ্রব বরুণ চক্রবর্তীর মাথায় আজ পঞ্জাব বধের বিশেষ নকশা তৈরি

KKR vs PBKS: কেকেআরের হার্টথ্রব বরুণ চক্রবর্তীর মাথায় আজ পঞ্জাব বধের বিশেষ নকশা তৈরি

আজও নাইটদের সেরা অস্ত্র বরুণ

আজও নাইটদের সেরা অস্ত্র বরুণ

  • Share this:

কলকাতা: বরুণ চক্রবর্তীকে নিয়ে হঠাৎ খুব মাতামাতি হচ্ছে কেকেআর শিবিরে। সেটা হওয়াটা অস্বাভাবিক নয়। যেভাবে শেষ ম্যাচে বোলিং করে জিতিয়েছেন তাতে এটা তার প্রাপ্য। কিন্তু এসব মাথায় রাখতে চান না বরুণ। বাস্তবটা তিনি জানেন। তাই মনে করেন আনন্দ যেমন ভেসে যেতে নেই, তেমনই দুঃখে ভেঙে পড়তে নেই। এই বরুণ চক্রবর্তী ক্রিকেটের হওয়ার আগে ছিলেন আর্কিটেক্ট। বেশ কিছু বছর চাকরিও করেছিলেন।

বরুণ বলছেন,দু’টো পুরোপুরি ভিন্ন জগৎ। তবে একটা অদ্ভুত মিল রয়েছে। দু’টো ক্ষেত্রেই মনে মনে একটা ছবি আঁকতে হয়। আর্কিটেক্ট হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, বোলিংয়েও তা কাজে লাগে অনেক সময়। গিটার বাজানোটা শখের। খুব ভালো বাজাতে পারি না। তবে কয়েকটা কর্ড মাঝে মধ্যেই মনে তুফান তোলে। চাপমুক্ত হতে যা অনেকটাই সাহায্য করে। এই মরশুমটা ভালোই যাচ্ছে।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ১৪টা উইকেট নিয়েছি। ইকোনমি রেটও মন্দ নয় (৭.৯৯)। গত ম্যাচে সাফল্যের পর প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকটাই। যদিও সেটা পূরণ করা সব সময় সম্ভব নাও হতে পারে। কারণ, খেলাটার মতোই ক্রিকেটারদের জীবনটাও অনিশ্চয়তায় মোড়া। দেখবেন আজ যাঁরা আমাকে নিয়ে নাচানাচি করছেন, একটা ম্যাচ ব্যর্থ হলে তাঁরাই ছিঁড়ে খাবেন। তাই এসব মাথায় না রেখে শুধুমাত্র কেকেআরকে ম্যাচ জেতানোর ব্যাপারটা মাথায় রাখছেন তিনি। আজ পঞ্জাবের বিরুদ্ধে ইডেনে এই চেষ্টাই করবেন বরুণ।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Kkr, PBKS