#সিডনি: কয়েকটি গ্রুপে ভাগ করে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। প্রথম দুটি গ্রুপের মধ্যে নেই তাদের দলের সেরা ওপেনিং ব্যাটসম্যান। ভারতে আসার বিমানে উঠতেই পারলেন উসমান খোয়াজা। কারণ, ভারতে আসার ভিসা এখনও পাননি তিনি। তাঁকে ছাড়া বাকি দল রওনা হয়ে গিয়েছে। পাকিস্তানে জন্ম হলেও অস্ট্রেলিয়ার হয়ে খেলেন খোয়াজা।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৬টি টেস্ট, ৪০টি এক দিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন খোয়াজা। তবে এখন তিনি মূলত টেস্ট ক্রিকেটার হিসাবেই বিবেচিত হন। সোমবারই অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন খোয়াজা। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খোয়াজা ১৯৫ রানে করেন। চলতি বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে ভাল ফলের জন্য তাঁর দিকে অনেকটাই তাকিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ নারকোসের একটি ছবি শেয়ার করে খোয়াজা। সেখানে নিজের ভারতের ভিসা না পাওয়ার হতাশা ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ মজা করে বুঝিয়েছেন তাকে বিখ্যাত মেক্সিকান ড্রাগ লর্ডের সঙ্গে যেন দেখছে ভারত। এতটাই তার অপরাধ।
Usman Khwaja is waiting for his visa #BorderGavaskarTrophy #INDvAUS pic.twitter.com/RnIKxY6IOr
— Skyblogs.in Cricket 🏏 (@SkyblogsI) February 1, 2023
আশা করা যাচ্ছে বৃহস্পতিবার ভারতের ভিসা পেয়ে যাবেন তিনি। তবে ভারতে আসার আগে শেন ওয়ার্ন পুরস্কার পাওয়াটা তার কাছে বড় প্রাপ্তি মেনে নিচ্ছেন খোয়াজা। ১৮ বছর আগে ভারতের মাটিতে একবার টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সুযোগ এবার রয়েছে তাদের সামনে আগেই জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS