রোহিত তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। উল্টে অশ্বিনের বলে এলবি ডাবলু ছিলেন লাবুশানে। সেটা রিভিউ করলেন না ভারত অধিনায়ক। উসমান খোজা দুর্দান্ত ডিফেন্স করছেন। অশ্বিনের বলে বার দুয়েক পরাস্ত হলেও তার দুর্বলতা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম টেস্টের দুটো ইনিংসে ব্যর্থ হলেও খোয়াজা ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন।ধৈর্য দেখাচ্ছেন লাবুশানে। বল হাতে অক্ষর প্যাটেলও উইকেট পেলেন না চা বিরতির আগে পর্যন্ত। হঠাৎ করেই উইকেট যেন কিছুটা ব্যাটসম্যানদের সাহায্য করছে। বলতেই হচ্ছে প্রথম দিন চা বিরতি পর্যন্ত অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। টেকনিক এবং ধৈর্য দেখিয়ে তাদের ব্যাটসম্যানরা দেখিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা আর একটু ধৈর্য দেখাতে পারলে এত কম রান হত না।Usman Khawaja holes out in the deep. Ravindra Jadeja gets a massive wicket for India.#Cricket #RavindraJadeja #INDvAUS #BGT2023 pic.twitter.com/PsnrSZYDug
— CricTelegraph (@CricTelegraph) March 1, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS