হোম /খবর /খেলা /
কার্তিক-আকাশের দাপটে কুপোকাৎ অস্ট্রেলিয়া, ৭৪ রানে জিতে সেমিফাইনালে ভারত

Under-19 World Cup 2020: কার্তিক-আকাশের দাপটে কুপোকাৎ অস্ট্রেলিয়া, ৭৪ রানে জিতে সেমিফাইনালে ভারত

ভারত অনূর্ধ্ব-১৯: ২৩৩/৯ (২০ ওভার), অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ১৫৯ (৪৩.৩ ওভার)

  • Last Updated :
  • Share this:

ভারত অনূর্ধ্ব-১৯: ২৩৩/৯ (২০ ওভার)

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ১৫৯ (৪৩.৩ ওভার)

৭৪ রানে জয়ী ভারত

#ব্লুমফন্টেন: অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। পচেফেস্ট্রুমে মঙ্গলবার প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে ন’উইকেটে ২৩৩ রান করেন ভারতীয় যুব ক্রিকেটাররা।

৮২ বলে ৬২ যশস্বী জয়সওয়ালের। রান তাড়া করতে নেমে হোঁচট খায় অস্ট্রেলিয়া। কার্তিক ত্যাগীর দাপটে ১৭ রানের মধ্যে চার উইকেট হারায় অজিরা। ৪৩.৩ ওভারে শেষ অজিদের ইনিংস। ২৪ রানে চার উইকেট নেন ত্যাগি।

মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: India vs Australia, Under 19 World Cup 2020