যেমন পেস, তেমন লাইন-লেন্থ! সুনীল গাভাসকর তো বলেই দিয়েছেন, তিনি উমরানকে ইংল্যান্ডে খেলতে দেখতে চান।
জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা একজন পেসার আইপিএলে এমন দাপিয়ে খেলবেন তা কে ভেবেছিল! ১৫০ কিমি প্রতি ঘণ্টার গতিতে বোলিং করছেন উমরান। আবার লাইন-লেন্থ বজায় রাখছেন।
উমরান মালিক এবারের আইপিএলে গতির ঝড় তুলছেন। আর এই গতির ঝড় তুলেই তিনি এবারের আইপিএলে ৮টি ম্যাচে আট লাখ টাকা বাড়তি উপার্জন করেছেন।
আট ম্যাচে দ্রুততম ডেলিভারের জন্য মোট আট লাখ টাকা পেয়েছেন উমরান মালিক।
১৫১.৭, ১৫২.৮ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করেছেন উমরান। তিনি বলছেন, একদিন ঘণ্টায় ১৫৫ কিমি গতিতে বোলিং করবেন।
উমরান মালিকের গতিতে মুগ্ধ রবি শাস্ত্রী থেকে শুরু করে সুনীল গাভাসকর. অনেকেই বলছেন, তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।