ভিকি ওস্টওয়াল, কৌশল তাম্বের উপরেই ভারতকে জেতানোর বড় দায়িত্ব। শেষ ম্যাচেই দেখা গিয়েছে, অ্যান্টিগার পিচে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সেই দৃশ্য ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভিকি ওস্টওয়ালের ডেলিভারি মিডল স্টাম্প থেকে অফস্টাম্পের বাইরে ঘুরেছে। কৌশল তাম্বেও ক্রমাগত একই জায়গায় বল ফেলে রান আটকানোর কাজ করতে পারেন।ICC U19 WC SF. India XI: H Pannu, A Raghuvanshi, S Rasheed, Y Dhull (c), R Bawa, N Sindhu, K Tambe, D Bana (wk), R Hangargekar, V Ostwal, R Kumar https://t.co/tpXk8oOLhY #INDvAUS
— BCCI (@BCCI) February 2, 2022
তাঁরাই তুরুপের তাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান টিগ উইলি। দুরন্ত ছন্দে আছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ৭১ রানের ইনিংস খেলেছিলেন। অধিনায়ক কুপার কনোলি, ক্যাম্পবেল কেলাওয়ে রান করার ক্ষমতা রাখেন। আরও পড়ুন - SC East Bengal vs Chennaiyin FC : আজ চেন্নাই এক্সপ্রেস থামিয়ে সম্মানের ম্যাচে তিন পয়েন্ট টার্গেট ইস্টবেঙ্গলের বল হাতে হুইটনি এবং স্যালজম্যান বেশ প্রতিভাবান। তাই ভারতের লড়াই কঠিন। কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। যদিও নকআউট পর্যায় অস্ট্রেলিয়া বরাবর ভয়ঙ্কর। ভারতের স্পিন মন্ত্রেই অজি বধের মহড়া চলছে।India win toss and elect to bat in the Super League semi-final against Australia.
What target will they set?#INDvAUS | #U19CWC pic.twitter.com/GkLtobJBDl — Cricket World Cup (@cricketworldcup) February 2, 2022
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, U19 World Cup 2022