• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সিরিজ শুরুর আগে বিরাটের গলায় স্মিথের প্রশংসা

সিরিজ শুরুর আগে বিরাটের গলায় স্মিথের প্রশংসা

তাঁর সঙ্গে স্মিথের কোনও লড়াই নেই। পুণে টেস্টের আগে স্পষ্ট করলেন বিরাট কোহলি।

তাঁর সঙ্গে স্মিথের কোনও লড়াই নেই। পুণে টেস্টের আগে স্পষ্ট করলেন বিরাট কোহলি।

তাঁর সঙ্গে স্মিথের কোনও লড়াই নেই। পুণে টেস্টের আগে স্পষ্ট করলেন বিরাট কোহলি।

 • Share this:

  #পুণে: তাঁর সঙ্গে স্মিথের কোনও লড়াই নেই। পুণে টেস্টের আগে স্পষ্ট করলেন বিরাট কোহলি। বরং ব্যাটসম্যান স্মিথের প্রশংসায় ভারত অধিনায়ক। একইসঙ্গে কোহলির দাবি, প্রতি সিরিজে নতুন করে শেখার চেষ্টা করছেন।

  পকেটে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ১০০ কোটির চুক্তি। শেষ ১৩ টেস্টে ১৪৫৭ রান। অধিনায়ক হিসেবে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার নজির। এরপরেও এখনও ক্রিকেটের ছাত্র বিরাট কোহলি। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে, প্রতিপক্ষকে নয় গুরুত্ব দিতে চান নিজের দলকে। ব্যাটসম্যান হিসেবে নিজের ভুল শুধরে নিতে চান।

  এই বর্ডার-গাভাস্কর ট্রফিতে তর্ক শুরু হয়েছে বিরাট বনাম স্মিথকে নিয়ে। মাঠে নামার আগেই বিরাট জানিয়ে দিলেন, এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

  অশ্বিন বনাম লিঁয়। স্টার্ক বনাম ভারতীয় ব্যাটিং। এই আবহে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফি। যেখানে মূল আলোচনা হতে চলেছে বিরাট বনাম স্মিথের লড়াই।

  First published: