#কলকাতা: সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে উত্যক্ত করতে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন, 'তোমার সঙ্গে গাব্বায় দেখা হবে৷' কে জানত, অজি অধিনায়কের এই স্লেজিং-ই শেষ পর্যন্ত ব্যুমেরাং হয়ে যাবে৷ কাটা ঘায়ে নুনের ছিঁটের মতোই গাব্বায় সিরিজ হারের পর সোশ্যাল মিডিয়ায় অজি অধিনায়ককে সেই মন্তব্যই ফিরিয়ে দিলেন ভারতীয় সমর্থকরা৷ যার মধ্যে রয়েছেন অশ্বিনের স্ত্রী প্রীথিও৷
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছিল অশ্বিন- বিহারী জুটি৷ জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে একসময় বিরক্ত অশ্বিনকে স্লেজিং করতে শুরু করেন অস্ট্রেলিার উইকেটকিপার এবং দলের অধিনায়ক টিম পেইন৷ ব্যাট করার সময় দু'টি বলের মাঝে তিনি অশ্বিনকে বলেন, 'তোমার সঙ্গে গাব্বায় দেখা হওয়ার অপেক্ষায় আছি৷' কম যাননি অশ্বিনও, তিনি পাল্টা বলেন, 'আমিও তোমার সঙ্গে ভারতে দেখা হওয়ার অপেক্ষা করছি৷ আর সেটাই হবে তোমার শেষ সিরিজ৷' এতেই আরও ক্ষেপে যান পেইন, পাল্টা তিনি বলেন, 'তোমার সতীর্থরাই তোমাকে পছন্দ করে না৷' রেগে গিয়ে অশ্বিনকে গালাগালও করে বসেন পেইন৷ গোটাটাই স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছিল৷
"Can't wait to get you to the Gabba"
"Can't wait to get you to India, it will be your last series" Tim Paine had plenty to say to Ravi Ashwin behind the sticks, but the Indian batsman wasn't fazed 👊 He even watched the Aussie keeper shell one the next over 👀 pic.twitter.com/pmUNhMVDIe — Cricket on BT Sport (@btsportcricket) January 11, 2021
যদিও অজি অধিনায়ক চেষ্টা করলেও অশ্বিনের মনসংযোগে চিড় ধরাতে পারেননি সেদিন৷ চোটের কারণে ব্রিসবেন টেস্টে অশ্বিন খেলতে না পারলেও ভারতীয় অফ স্পিনারের হয়ে যেন অস্ট্রেলিয়ার অধিনায়ককে সুদে আসলে সব ফিরিয়ে দিলেন ঋষভ পন্থ, শুভমন গিল, মহম্মদ সিরাজরা৷ ভারতের জয়ের পরেই সিডনিতে টিম পেইনের মন্তব্যকে মনে করিয়ে দিয়ে ট্যুইট করেন অশ্বিনের স্ত্রী প্রীথি৷ কটাক্ষ করে তিনি ইংরেজিতে লেখেন, 'সি ইউ অ্যাট গাব্বা!'
SEE YOU AT THE GABBA MATE.
— Prithi Ashwin (@prithinarayanan) January 19, 2021
Once a legend said, "See you at Gabba." 😂😂 #AUSvsIND #GabbaTest pic.twitter.com/tKGOVBchIv
— Manu (@manustarred) January 19, 2021
একা প্রীথি অশ্বিন নন, অজি অধিনায়কের এই মিম ঘিরে বিভিন্ন মিমও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ যা শিক্ষা টিম পেইন পেলেন, তাতে হয়তো পরের বার ভারতীয় কোনও ক্রিকেটারকে স্লেজ করার আগে দু' বার ভাববেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia