ঈরণ রায় বর্মন: মাঝে আর মাত্র ২ দিন। তার পরই ইডেনে আইপিএল-এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ। তার আগে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ইডেন।

শনিবারের কালবৈশাখিতে শহর ও শহরতলির জনজীবন বিপর্যস্ত হয়েছে। ঝড়ের প্রভাবে ইডেনে প্রেস বক্সের কাঁচ ভেঙে একাকার কাণ্ড।

ঝড়ের তাণ্ডবে ইডেনের ফিল্ড কভার উড়ে যায়। দুদিন পর আইপিএলের ম্যাচ। তার আগে ইডেনের প্রস্তুতিতে সিএবির কাজ অনেকটা হাড়িয়ে দিল শনিবারের কালবৈশাখি।

শনিবার ঝড়-বৃষ্টি কমলে ইডেনে আইপিএল ম্যাচের প্রস্তুতি দেখতে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।

এদিন ইডেনের প্রেস বক্সের একটি কাঁচ ভেঙে যায়।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI President Sourav Ganguly, Eden, IPL 2022