#ব্যাঙ্কক: ব্যাডমিন্টনে নতুন ইতিহাস ভারতের৷ তেরঙ্গা উড়ল বিদেশের মাটিতে ভারতের ব্যাডমিন্টন দলের হাত ধরে। টমাস কাপকে ব্যাডমিন্টনের বিশ্বকাপ ধরা হয়৷ লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তকে ঘিরে যে আশা দীর্ঘদিনের এবার ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে ভারতীয় ছেলেরা সেই কাপ জিতে নিল৷
এত বছর ধরে যা অধরা সেই সাফল্য পেয়ে খুব খুশি ব্যাডমিন্টন মহল৷ এর আগে ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের কথা ফের একবার সামনে এসেছে৷ ১৯৮০ সালে অল ইংল্যান্ড খেতাব জয়ী হয়েছিলেন তিনি৷ তখন ভারতীয় ব্যাডমিন্টন এক নতুন উচ্চতায় পৌঁছেছিল৷ আর আবার ২০২২ এ লক্ষ্য সেন ও কিদম্বি শ্রীকান্ত আবার ভারতীয় ব্যাডমিন্টনের সাফল্য নতুন স্তরে পৌঁছে দিলেন৷
এই সাফল্যের পর প্লেয়ারদের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁরা কোটি কোটি টাকার পুরস্কার পেতে চলেছেন৷ তাঁদের এদিন কোর্টের পারফরম্যান্সের পাশাপাশি তাঁদের দেশপ্রেমে ভরা ভারত মাতা কি জয়ের ভিডিও এখন সুপার ভাইরাল৷
দেখে নিন সুপার ভাইরাল ভিডিও (Viral Video) ৷
Bharat mata ki jai 🇮🇳💪#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/XtgvVh7kkS
— BAI Media (@BAI_Media) May 15, 2022
টমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার জিতল ভারত। প্রথম ম্যাচে লক্ষ্য সেন পিছিয়ে গিয়েও জেতেন। প্রথম গেমে ৮-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। বলা যায় জিনটিং উড়িয়ে দিয়েছিলেন তাঁকে। কিন্তু সেখান থেকে দেখা গেল মরিয়া লড়াই। গ্যালারি থেকে ‘ভারত মাতা কী জয়’ চিৎকার উদ্বুদ্ধ করছিল লক্ষ্যকে। তাঁর মরিয়া লড়াই দেখা গেল শেষ দু’টি গেমে।
আরও পড়ুন - Andrew Symonds Death: একদিনও বাবা -মাকে চোখে দেখেননি, ভেঙেছে প্রথম বিয়ে, সাইমন্ডসের ব্যক্তিগত জীবন
লক্ষ্যর নাছোড় মনোভাবই জয় এনে দিল ভারতকে। খেলার ফল ৮-২১, ২১-১৭, ২১-১৬। ফিরে আসার লড়াই দেখালেন লক্ষ্য। তাঁর জয় চাগিয়ে দিল চিরাগদের। দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলসের লড়াই। চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ মুখোমুখি হয়েছিলেন মহম্মদ এহসান এবং সুকামুলিয়োর। লক্ষ্যর মতো চিরাগরাও প্রথমে পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু হার মানেননি তাঁরা।
শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। চিরাগের উপস্থিত বুদ্ধি নজর কেড়েছে। শট মারার মাঝেই যে ভাবে র্যাকেট বদলে নেন চিরাগ তা অবাক করে দেয় দর্শকদের। স্তম্ভিত হয়ে পয়েন্ট হারায় ইন্দোনেশিয়াও। দ্বিতীয় ম্যাচে ভারত জেতে ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ফলে।
পর পর দু’টি ম্যাচ জিতে ভারত এগিয়ে যায়। তৃতীয় ম্যাচ খেলতে নামেন কিদম্বি শ্রীকান্ত। প্রথম গেমে দাপটের সঙ্গে জেতেন তিনি। ফাইনালে স্ট্রেট সেটে জিতলেন শ্রীকান্ত। এ বারের টমাস কাপে একটি গেমও হারেননি তিনি। ভারতীয় ছেলেদের এই জয় ব্যাডমিন্টনকে এক নতুন মাত্রায় পৌঁছে দিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Badminton, Viral Video