corona virus btn
corona virus btn
Loading

ইডেনের ঘণ্টা বাজালেন আজহার, ট্যুইটারে কটাক্ষ গম্ভীরের!

ইডেনের ঘণ্টা বাজালেন আজহার, ট্যুইটারে কটাক্ষ গম্ভীরের!
  • Share this:

#কলকাতা: নিয়ম মেনেই রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ঘণ্টা বাজান প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আর তা নিয়েই ট্যুইটারে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর।

ট্যুটারে গম্ভীর লিখলেন, ‘ভারত ইডেনে জিতছে কিন্তু, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে বিসিসিআই, সিওএ এবং সিএবির পরাজয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কোনও আপোষ নয়, আজহার ঘণ্টা বাজিয়েছে ঠিকই, কিন্তু সেই ঘন্টার আওয়াজে দুনীর্তি মিশেছে ৷ আশা করি ক্ষমতায় যাঁরা আছেন তাঁরা এই ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছেন।

প্রসঙ্গত, ২০০০ সালে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে বিসিসিআই আজহারকে নির্বাসিত করেছিল। ১২ বছর পর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সেই নির্বাসন তুলে নেয়। ২০১৭ সালে, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচনে আজহারকে দাঁড়াতে দেওয়া হয়নি। ২০১৮ সালের শুরুতে বিসিসিআই অবশ্য তাঁকে নির্বাচনে লড়ার অনুমতি দেয়।

tweet

First published: November 6, 2018, 9:06 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर