ICC Cricket World Cup 2019: সচিনের রেকর্ড ভাঙলেন আফগানিস্তানের এই ক্রিকেটার

ICC Cricket World Cup 2019: সচিনের রেকর্ড ভাঙলেন আফগানিস্তানের এই ক্রিকেটার
  • Share this:

বৃহস্পতিবার ছিল এবারের বিশ্বকাপে আফগানিস্তানের শেষ ম্যাচ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচেই মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তানের ইকরম আলি৷

এদিনের ম্যাচে ৮৬ রান করেন ইকরম৷ আর রান আশি পেরোতেই ইকরম ঢুকে যান ইতিহাসের পাতায়৷ বিশ্বকাপের ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ৮০ রানের কোঠা পেরোলেন ইকরম৷ আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে৷

১৯৯২ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮১ রান করেন সচিন৷ বয়স তখন মাত্র ১৮ বছর ৩১৮ দিন৷ টানা ২৭ বছর এই রেকর্ড ছিল তারই দখলে৷ বৃহস্পতিবার ইকরম আলি ১৮ বছর ২৭৮ দিন বয়সেই সেই রেকর্ড ভেঙে দিলেন৷

আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ শাহজাদ চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ায় তার বদলে আসেন ইকরম আলি৷ কুমার সঙ্গাকারার ভক্ত উইকেট কিপার-ব্যাটসম্যান ইকরম জানান, সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পেরে আমি গর্বিত৷

এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন ১৮ বছরের ইকরম৷ মোট রান করেছেন ১৪৮৷

First published: July 5, 2019, 1:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर