#কলকাতা: ভারতীয় দলের সমালোচনায় হরভজন। ঘুরিয়ে বিরাটদের একহাত নিলেন ভাজ্জি। ঘরের মাঠে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট জয়ের মধ্যে কোনও উন্নতি দেখছেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার। বিদেশের মাটিতে বেশি খেললে ক্রিকেটারদের লাভ হবে বলে মনে করেন হরভজন।
সৌরভ-ধোনির টিমের সঙ্গে বিরাটের দলের তুলনা করতে নারাজ হরভজন। অন্যদিকে আইপিএল নিলামের আগে নস্ট্যালজিক ভাজ্জি। দশ বছর ধরে মুম্বইয়ে খেলার পর হরভজনকে রিটেন করেননি মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তবে মুম্বইয়ে না থাকলেও নতুন দলে খেলতে মুখিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার। ২ কোটি টাকার বেস প্রাইজে রয়েছেন হরভজন। আইপিএলের আগে নিজের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে জোর দিচ্ছেন। মুস্তাক আলিতে পঞ্জাবের হয়ে তিন নম্বরে ব্যাট করছেন ভাজ্জি।
এদিকে জো’বার্গে ভারতকে লড়াইয়ে রাখল ভুবি-বুমরাহ জুটি। ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢাকল ভারতীয় বোলিং লাইন আপ। বিরাটদের ১৮৭ রানের জবাবে ১৯৪ রানে শেষ প্রোটিয়া বাহিনী। টেস্ট কেরিয়ারে প্রথমবার ৫ উইকেট বুমরাহর। ৩ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। ডুপ্লেসিদের হয়ে লড়াই করলেন আমলা, রাবাডা এবং ফিল্যান্ডার। লড়াকু ৬১ রান করেন হাশিম আমলা। নাইট ওয়াচম্যান রাবাডার অবদান ৩০। ৭ রানের লি়ড দক্ষিণ আফ্রিকার। তবে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটি বদলেও লাভ হল না ভারতের। পার্থিবকে ওপেন করতে পাঠালেও ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান। অপরাজিত রাহুল, বিজয় ৷