• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • লোধা সুপারিশ কার্যকর করতেই হবে,ফের বোর্ডকে জানাল সুপ্রিম কোর্ট

লোধা সুপারিশ কার্যকর করতেই হবে,ফের বোর্ডকে জানাল সুপ্রিম কোর্ট

লোধা সুপারিশ কার্যকর করতেই হবে। আজ শুনানিতে ফের বোর্ডকে জানাল সুপ্রিম কোর্ট।

লোধা সুপারিশ কার্যকর করতেই হবে। আজ শুনানিতে ফের বোর্ডকে জানাল সুপ্রিম কোর্ট।

লোধা সুপারিশ কার্যকর করতেই হবে। আজ শুনানিতে ফের বোর্ডকে জানাল সুপ্রিম কোর্ট।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি : সময় কিনেও হয়তো শেষ রক্ষা হচ্ছে না। লোধা সুপারিশ কার্যকর করতেই হবে। আজ শুনানিতে ফের বোর্ডকে জানাল সুপ্রিম কোর্ট। কবে থেকে সম্ভব, তা জানাতে হবে পরবর্তী শুনানিতে।

  এদিন শীর্ষ আদালতে হলফনামা দাখিল করে ক্যাগ নিয়োগে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের নামও জড়ালেন বর্তমান প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। ভিও নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই সোমবার লোধা সুপারিশ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যা স্পষ্ট হয়ে গেল এদিনের দুঘণ্টার শুনানিতে।

  শুরুতেই ক্যাগ নিয়োগে শীর্ষ আদালতে হলফনামা পেশ করে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর দাবি করলেন, এই ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন প্রাক্তন সভাপতি শশাঙ্ক মনোহর। এমনকী, আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পরেও এই ব্যাপারে কোনও অবস্থান স্পষ্ট করেননি শশাঙ্ক।

  এক রাজ্য এক ভোট, এখনই কার্যকর সম্ভব নয়। কেন নয় ? তা-ও এদিন সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেন বোর্ডের আইনজীবী কপিল সিব্বল। তাঁর দাবি, লোধা সুপারিশ কার্যকরে বোর্ডের কাছে সংখ্যা নেই। ফলে সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত, তা সম্ভব নয়।

  এরপরেও অবশ্য নিস্তার নেই। লোধার সুপারিশ মানতেই হবে। দীপাবলির জন্য বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। খুললেই জানাতে হবে, কবে এই সুপারিশ কার্যকর সম্ভব। যা এদিনের ম্যারাথন শুনানিতে ফের স্পষ্ট করল প্রধান বিচারপতির বেঞ্চ।

  শনিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় লোধা কমিটির সুপারিশ মেনে নেওয়ার বিষয়ে যুদ্ধংদেহী মনোভাব বজায় রেখেছিলেন অনুরাগ ঠাকুররা। বোর্ড কর্তাদের অনমনীয় মনোভাবের পর ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে ছিল ক্রিকেট মহল।

  First published: