#ইসলামাবাদ: প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির বাড়িতে ফের খুশি নিয়ে এল ৷ তাঁর পঞ্চম কন্যা জন্মানোর খুশিতে মেতেউঠেছেন এই আনন্দ ভক্তদের সঙ্গে এই খুশির খবর শেয়ার করার জন্য তিনি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন ৷ এর আগে তাঁর ৪টি মেয়ে জন্ম নিয়েছিল ৷ ফে রমেয়ে জন্ম নিতেই তিনি পাঁচটি মেয়ের বাবা হলেন ৷ কিছুদিন আগেই মেয়ের বিষয় নিয়ে শাহিদ আপ্রিদি খবরের শিরোনামে এসেছিলেন ৷
তাঁর মেয়ে একটি জনপ্রিয় ধারাবাহিক দেখতে দেখতে ঘরে আরতি করার ভঙ্গি করছিল এই দেখে আপ্রিদা রেগে আগুন তেলে বেগুন হয়ে উঠেছিলেন ৷ এতটাই রাগের বহিঃপ্রকাশ দেখা দিয়েছিল যে তিনি টিভি ভেঙে দিয়েছিলেন ৷ এই কাজের জন্যই তিনি সেইবার চর্চায় এসেছিলেন ৷ এই নিয়ে অনেক আলোচনাও হয়েছিল ৷
এই বিষয় নিয়ে আফ্রিদি জানিয়েছিলেন এর আগেও একবার তিনি স্ত্রীর উপর রেগে গিয়ে টিভি ভেঙে দিয়েছিলেন ৷