corona virus btn
corona virus btn
Loading

ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে বিরাটের আয় কত ? জানলে চমকে উঠবেন !

ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে বিরাটের আয় কত ? জানলে চমকে উঠবেন !
Photo: Virat Kohli /Twitter Handle

সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই খুব অ্যাক্টিভ ৷

  • Share this:

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই খুব অ্যাক্টিভ ৷ ফেসবুক হোক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম, তাঁর ফলোয়ারের সংখ্যা অসংখ্য ৷ কোনও ছবি পোস্ট করলেই মুহূর্তের মধ্যে তাতে প্রচুর লাইক এবং কমেন্ট ৷ পাশাপাশি শেয়ার তো রয়েছেই ৷ বিরাট কোহলির ভক্তরা এখন ছড়িয়ে সারা বিশ্ব জুড়েই ৷ আর ভক্তদের সৌজন্যেই আরও ফুলে-ফেঁপে উঠছেন বিরাট ৷

সেটা কীভাবে ? কারণ অবশ্যই আছে ৷ আর সেটা জানলে আপনি অবাক হবেনই ৷ ইনস্টাগ্রামে প্রতিটা প্রচারমূলক পোস্ট থেকে তিন কোটি ২০ লাখ টাকা রোজগার করেন বিরাট ! ফোর্বসের সমীক্ষাতেই উঠে এসেছে এই তথ্য ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো আরও অনেক তারকাই রয়েছেন গোটা বিশ্বে ৷ যাঁরা সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেও দারুণ রোজগার করে থাকেন ৷ সেই তালিকায় এবার ঢুকে পড়েছেন বিরাট কোহলিও ৷ বিরাটের এই মুহূর্তে ইনস্টাগ্রাম ফলোয়ার এক কোটি ৫০ লাখ। ফেসবুকে তিন কোটি ৬০ লাখ ও টুইটারে দু’কোটি।

First published: November 10, 2017, 2:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर