#মুম্বই: সচিন তেন্দুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় এই দু'জনের নাম শুনলেই আর কিছু বলার অপেক্ষা রাখে না। সচিন মাঠে নামলে বল ভয় পেত। তাঁর খেলার সুখ্যাতি গোটা বিশ্বে। ঠিক সেভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও নিজের খেলা দিয়ে জয় করেছিলেন ক্রিকেট প্রেমীদের মন। এই দুই ক্রিকেটের রাজাকে মানুষ সারা জীবন ভালবাসবে।
তবে এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভাল না। সারা দেশ লড়াই করছে কোভিড-১৯-এর সঙ্গে। এই লড়াইতে সাহায্যের হাত বাড়িয়েছেন এই দুই ক্রিকেট তারকাও। তবে তার মাঝেই সচিন তাঁর ফ্যানেদের মন ভাল করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একটি ছবি।
সচিন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন। ছবিতে সৌরভ ও সচিন এক সঙ্গে খেতে বসেছেন। মন দিয়ে খাবার খাচ্ছেন সচিন। ছবিটি শেয়ার করে সচিন লেখেন, " এটা একটা পুরনো ছবি। একটা মজার সন্ধ্যা কাটিয়েছিলাম দাদির বাড়িতে। আমি খাবারের মজা নিচ্ছিলাম। আজও ভুলতে পারি না তাঁদের সেই আপন করে নেওয়ার স্মৃতি। আশা করি তোমার মা ভাল আছেন। মাকে আমার শুভেচ্ছা জানাই।" এই দিন সচিন এসেছিলেন সৌরভের বাড়িতে। আজও সচিনের মনে আলো করে রয়েছে এই সন্ধ্যের স্মৃতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Sachin Tendulkar, Sourav Ganguly