#মুম্বই: রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকররা আগেই গলা মিলিয়েছিলেন। এবার তাঁদের দলে যোগ দিলেন ভারতীয় দলের হেড কোচ ও প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে।
ক্রিকেট বোর্ডকে জাম্বো জানিয়েছেন, বিরাট কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। লভ্যাংশ বিতর্কে আইসিসি-র সঙ্গে সম্মুখ সমরে এখন নেমেছে ভারতীয় বোর্ড। আইসিসি-র নতুন ব্যবস্থাতেও মন ভরেনি বোর্ড কর্তাদের।
চ্যাম্পিয়ন্সে ট্রফিতে না খেলার জন্য অনড় তাঁরা। চাপ বাড়াচ্ছেন প্রশাসকরা। এরমধ্যে টিম ইন্ডিয়ার নতুন জার্সি উদ্বোধনে অমিতাভ চৌধুরী, সিকে জৈনরা গরহাজির হওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। রবিবার নয়াদিল্লিতে বোর্ডের এসজিএমের পরই এই চ্যাম্পিয়ন্স জট কাটতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Champions Trophy, ICC Champions Trophy, Virat Kohli, অনিল কুম্বলে