corona virus btn
corona virus btn
Loading

ওয়ান ডে সিরিজের আগে নতুন জার্সি প্রকাশ টিম ইন্ডিয়ার

ওয়ান ডে সিরিজের আগে নতুন জার্সি প্রকাশ টিম ইন্ডিয়ার

নতুন অধিনায়ক। বদলে গেল টিম ইন্ডিয়ার জার্সিও। নতুন নীল জার্সিতে বিরাট কোহলির নেতৃত্বে খেলবে ভারত।

  • Share this:
#মুম্বই: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ ৷ পুণেতে প্রথম ওয়ান ডে-তে নামার আগেই টিম ইন্ডিয়ার নতুন জার্সি উদ্বোধন করা হল ৷ এই সিরিজ থেকেই নতুন জার্সি পরে খেলবে কোহলি ব্রিগেড ৷
নতুন সিরিজ ৷ নতুন অধিনায়ক ৷ জার্সিটাও তাই নতুন হওয়াই বাঞ্ছনীয় ৷ সেই কাজে আর দেরি করেনি বোর্ড এবং ভারতীয় দলের জার্সি স্পনসর নাইকি ৷ আজ, বৃহস্পতিবার মেন ইন ব্লু’দের নতুন জার্সি উদ্বোধন করা হল ৷ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকবে এই জার্সিতে। এবার '4D Quickness' ফিচার থাকছে এই জার্সিতে। ফিল্ডিংয়ের সময় যে কোনও দিকে ঝাঁপাতে এরফলে কোনও সমস্যা হবে না ক্রিকেটারদের।
টিমের এই নতুন জার্সি নিয়ে অধিনায়ক হিসেবে সদ্য প্রাক্তন হওয়া মহেন্দ্র সিং ধোনি বলেন, “দীর্ঘকাল ধরে খেলা বদলাচ্ছে। তার সঙ্গে বদলাচ্ছে নতুন কিটস ও ডিজাইনও। আধুনিক খেলা এখন টিম ম্যানেজমেন্ট ও নাইকির উপরে দাঁড়িয়ে আছে।” স্পোর্টস ব্র্যান্ড নাইকির এই জার্সি উদ্বোধনে বোর্ডের স্লোগানও ছিল অত্যন্ত আধুনিক।  এর আগে নাইকি ভারতীয় দলের জার্সি বানাতে প্লাস্টিক বোতলের ব্যবহার করেছিল। গত বছর টি২০ বিশ্বকাপের আগেও চারদিকে সমান স্ট্রেচেবল জার্সি আনে নাইকি। এবারের জার্সির ডিজাইনেও নতুন চমক আনল সংস্থা ৷
First published: January 12, 2017, 6:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर