ICC World Test Championship: একে উঠল ভারত, তিনে নামল অস্ট্রেলিয়া

ICC World Test Championship: একে উঠল ভারত, তিনে নামল অস্ট্রেলিয়া
ICC World Test Championship: একে উঠল ভারত, তিনে নামল অস্ট্রেলিয়া

গাবায় মঙ্গলবার ঐতিহাসিক এই জয়ের সঙ্গেই ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসল, তিনে নেমে গেল অস্ট্রেলিয়া৷ ভারতের জয়ের হার শতকরা ৭১.৭ শতাংশ, দুয়ে থাকা নিউজিল্যান্ডের ৭০ শতাংশ, টিম পেইনের অজিদের ৬৯.২ শতাংশ৷

 • Share this:

  #দুবাই: ব্রিসবেনে তিন উইকেটের জয়ের সঙ্গেই চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ জিতেছে ভারত৷ অজিঙ্কা রাহানের টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি নিজেদের কাছেই রাখল৷

  গাবায় মঙ্গলবার ঐতিহাসিক এই জয়ের সঙ্গেই ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসল, তিনে নেমে গেল অস্ট্রেলিয়া৷

  ট্যুইট করে পয়েন্ট টেবিল জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ ভারতের জয়ের হার শতকরা ৭১.৭ শতাংশ, দুয়ে থাকা নিউজিল্যান্ডের ৭০ শতাংশ, টিম পেইনের অজিদের ৬৯.২ শতাংশ৷ চারে রয়েছে ইংল্যান্ড (৬৫.২%), যারা আগামী মাসে ভারত সফরে আসছে পূর্ণাঙ্গ সিরিজ (চারটি টেস্ট, পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে) খেলতে৷


  ঐতিহাসিক এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে পুরস্কৃত করছে বিসিসিআই৷ দেশে গেলেই রাহানেরা পাবেন ৫ কোটির টিম বোনাস৷ ট্যুইট করে জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই সচিব জয় শাহ৷

  Published by:Subhapam Saha
  First published:

  লেটেস্ট খবর