চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মুখে পড়তে হল ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া স্কোর করে ২৬৯ রান।
প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও ভারতীয় ব্যাটিং বিপর্যস্ত হয়। ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২১ রানে জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে।
রোহিত শর্মা এবং শুভমান গিল হাফ সেঞ্চুরি জুটি খেলেন। কিন্তু একবার উইকেট পড়তে শুরু করলে পরিস্থিতি খারাপ হয়ে যায়। রোহিত শর্মা ৩০ ও গিল ৩৭ রান করে আউট হন। কেএল রাহুল বিরাট কোহলির সঙ্গে ইনিংস সামলালেও ৩২ রানে উইকেট খুইয়ে ফেলেন।
আরও পড়ুন- আইপিএলে টসের আর গুরুত্ব থাকল না, এবার বিরাট সিদ্ধান্ত ক্রোড়পতি লিগে
এর পর হাফ সেঞ্চুরি করে কোহলি অ্যাশটন এগারের শিকার হন। সূর্যকুমার যাদব আবারও প্রথম বলে আউট। অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার কোমর ভেঙে দেন।
শুভমান গিল ও কেএল রাহুল এদিন জাম্পার শিকার। এর পর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জেদজাকে আউট করে দেন তিনি।
অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ আবারও দারুণ শুরু করেন। ট্র্যাভিস হেডের সঙ্গে তিনি ৬৮ যোগ করেন। ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ এবং তারপর মিচেল মার্শকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান পান্ডিয়া।
অজিরা ২৬৯ রানের স্কোরে পৌঁছে যায়। লোয়ার অর্ডারে শন অ্যাবট ২৬ ও অ্যাশটন অ্যাগার ১৭ রান যোগ করেন।
আরও পড়ুন- 'বিরাট কোহলি আই লাভ ইউ', বলিউড সুন্দরীর খোলাখুলি ঘোষণা! অনুষ্কা এবার কী করবেন
ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব ৩টি করে উইকেট নেন। দুর্দান্ত বোলিং করে হার্দিক ৮ ওভারে ৪৪ রান দিয়ে তিনটি উইকেট নেন। কুলদীপ ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন। অক্ষর প্যাটেল এবং মহম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, Team India