#চেন্নাই: মঙ্গলবার সকাল থেকে পুরোদমে শুরু হয়ে গেল টিম ইন্ডিয়ার অনুশীলন। সোমবার হালকা ওয়ার্ম আপ করেছিলেন ক্রিকেটাররা। মঙ্গলবার সকালে চিপকে প্রথমে গোল হয়ে হাডেল করতে দেখা গেল টিম ইন্ডিয়ার সদস্যদের। কোচ রবি শাস্ত্রী নিজস্ব ভঙ্গিতে মোটিভেট করলেন প্রত্যেককে। একটা সময় শাস্ত্রীর কোচিং নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে চিত্রটা পাল্টে গিয়েছে। একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে যেভাবে তিনি অস্ট্রেলিয়ার মত কঠিন জায়গা থেকে সিরিজ জিতিয়ে এনেছেন তা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ইতিহাসে। ক্রিকেটারদের পাশাপাশি সর্মথকরা রবি শাস্ত্রীকেও অদম্য জেদ এবং লড়াইয়ের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।
Day 1 of our nets session in Chennai and it is Head Coach RaviShastriOfc who welcomes the group with a rousing address. #TeamIndia INDvsENG pic.twitter.com/eueKznxrMa
— BCCI (@BCCI) February 2, 2021
তবে প্রথমদিনের অনুশীলনে শাস্ত্রীর বিধান মেনেই দারুণ আত্মবিশ্বাসী লাগল কোহলি, পূজারা, রাহানেদের। এদিনের পর আরও দুটি প্রাক্টিস সেশন পাবে ভারত। ভারতীয় দলের লক্ষ্য থাকবে চেন্নাইয়ের উইকেটে প্রথমে ব্যাট করতে পারলে কমপক্ষে পাঁচশো তোলা। ওপেনিং পার্টনারশিপ গিল এবং রোহিত শর্মাই থাকছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Virat Kohli