কুম্বলেতে ‘বিরাট’ আপত্তি, কোচকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ গেল ভারত

Photo Courtesy: ICC

Photo Courtesy: ICC

২৩ জুন থেকে শুরু হবে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ৷

  • Share this:

    #মুম্বই: ওভালে লজ্জার হারের পিঠোপিঠি বিতর্কের হানা। চ্যাম্পিয়ন্স ফাইনালের আগেও চিড় প্রকট। লন্ডনে শনিবার উপদেষ্টা কমিটির সামনে বৈঠক হয় কোচ-বাছাই নিয়ে। সূত্রের খবর, বৈঠকে ফের কুম্বলে প্রসঙ্গে আপত্তি জানান কোহলি। বৈঠকে ছিলেন সচিন, সৌরভ, লক্ষ্মণ প্রত্যেকেই। সঙ্গে ছিলেন বোর্ড সচিব অমিতাভ চৌধুরি, সিইও রাহুল জোহরি এবং বোর্ডের জেনারেল ম্যানেজার ক্রিকেট এম ভি শ্রীধর। অধিনায়কের জোরাল আপত্তি শুনে আপাতত ব্যাকফুটে উপদেষ্টা কমিটি। ফলে, আগামী সপ্তাহে বোর্ডের বিশেষ সাধারণ সভাতেই যবনিকা নামবে কোচ-নাটকে।

    এদিকে বিরাট কোহলির জেদই শেষপর্যন্ত বজায় থাকল। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার বিমানে উঠলেন না ভারতের কোচ অনিল কুম্বলে। সরকারিভাবে অবশ্য বলা হচ্ছে আগামী ২৩ তারিখ থেকে শুরু হতে চলা আইসিসি-র বৈঠকে যোগ দিতেই ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাননি কুম্বলে ৷ কিন্তু সেটা যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাম্বোর না যাওয়ার আসল কারণ নয়, সেটা বুঝতে পারাটা খুব একটা কঠিন কাজ নয় ৷

    কোচ ও অধিনায়ক কাজিয়া তাই এবার নতুন মোড় নিয়েছে। দল সফরে খেলতে গিয়েছে অথচ হেড কোচ দেশে রয়ে গিয়েছেন ৷ এমন ঘটনা সত্যি বিরল ৷ ২৩ জুন থেকে শুরু হবে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ৷

    First published:

    Tags: Anil Kumble, India, Virat Kohli, Westindies Tour