#লন্ডন: বিলেতের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া শুরু করে দিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই লন্ডন পৌঁছেছেন কোহলিরা। তবে দলের সঙ্গে যাননি রোহিত শর্মা ও কেদার যাদব। শুক্রবার সন্ধ্যায় মুম্বই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।
আজ, শনিবার থেকেই পুরো দল নিয়ে প্র্যাকটিস শুরু করবেন কুম্বলে। ৪ জুন এজবাস্টনে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলিরা।
রবিবার কেনিংটন ওভালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্ততি ম্যাচ রয়েছে বিরাটদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Champions Trophy, ICC Champions Trophy 2017, Team India