#কলকাতা: লর্ডস টেস্টের উল্টো ছবি। লর্ডস টেস্টে ভারতীয় দলের সেই দাপট লিডসে উধাও। তৃতীয় টেস্টে ভারতীয় ব্য়াটসম্য়ানদের করুণ অবস্থা দেখে থ ভারতীয় সমর্থকরা। ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল টপ অর্ডার। জিমি অ্যান্ডারসন যেন আগুন ঝড়ালেন। লর্ডস টেস্টে ১৫১ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। তাই সিরিজের তৃতীয় টেস্টে কোহলির দলের কাছে লড়াই আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই লড়াই কোথায়! তার বদলে অসহায় আত্মসমর্পণ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে এল। শুরুতেই কে এল রাহুলকে শূন্য রানে তুলে নিয়ে প্রথম ধাক্কা দিলেন অ্যান্ডারসন। তার পর পুজারাও তাঁর শিকার। এর পর কোহলি।
অধিনায়ক বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা চলছে। লাগাতার ব্যর্থ তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চেনা কোহলিকে পাওয়া যাচ্ছে না। আর সেটাই যেন সব থেকে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে টিম ম্য়ানেজমেন্টের কাছে। এদিন জেমস অ্যান্ডারসন (James Anderson)-এর ডেলিভারিতে বাটলারকে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। তখন থেকেই যেন প্রমাদ গুনতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরা। রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে ছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পারলেন না কোনও ভারতীয় ব্যাটসম্যান। ভারতের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৭৮ রানে। বিশ্বখ্যাত ভারতীয় ব্যাটিং লাইন ১০০ রানের গণ্ডিও পেরোতে পারল না। অ্যান্ডারসন তুলে নিলেন তিনটি উইকেট।
এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে অল আউট হয়েছিল ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর তুলে ধরা হল-
৩৬ বনাম Australia, Adelaide টেস্ট, ২০২০
৪২ বনাম England Lord's টেস্ট ১৯৭৪
৫৮ বনাম Australia ব্রিসবেন টেস্ট, ১৯৪৭
৫৮ বনাম England ম্যাঞ্চেস্টার টেস্ট ১৯৫২
৬৬ বনাম দক্ষিণ আফ্রিকা Durban টেস্ট ১৯৯৬
৬৭ বনাম Australia মেলবোর্ন টেস্ট ১৯৪৮
৭৫ বনাম West Indies দিল্লি টেস্ট ১৯৮৭।
৭৬ বনাম South Africa আহমেদাবাদ ২০০৮।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, India vs england, Test Cricket