মুম্বই: সব অপেক্ষার অবসান ৷ আজ, শনিবার থেকে শুরু ক্রিকেটের ক্রোড়পতি লিগের নতুন সিজন ৷ এ বছর আইপিএলে অন্তর্ভূক্ত হয়েছে আরও দুটি নতুন দল ৷ শনিবার প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷ সিএসকে এবং কেকেআর দু’দলেরই এবছর নতুন অধিনায়ক ৷ চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির ব্যাটন এখন জাদেজার হাতে তুলে দিয়েছেন ধোনি ৷ অন্যদিকে কেকেআরের এ বছর অধিনায়কের দায়িত্বে শ্রেয়স আইয়ার ৷ এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক ৷