#নয়াদিল্লি: রিও-র আগে আদালতে গেল ভারতীয় কুস্তি ৷ ৭৪ কেজি বিভাগে নরসিং যাদবের সঙ্গে ট্রায়াল চেয়ে এবার দিল্লি হাইকোর্টে গেলেন অলিম্পিয়ান সুশীল কুমার ৷ আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷ এর আগে ৬৬ কেজি বিভাগে অলিম্পিকে দুটি পদক জিতেছিলেন তিনি ৷ এবারই ৭৪ কেজি বিভাগে তাঁর নামার কথা ছিল ৷ কিন্তু এই বিভাগে সুশীলের বদলে লাস ভেগাসে ব্রোঞ্জজয়ী নরসিংয়ের নাম ভারতীয় অলিম্পিক সংস্থার কাছে পাঠায় ভারতীয় কুস্তি ফেডারেশন ৷ ওই তালিকার কড়া সমালোচনা করেই এবার আদালতে গেলেন সুশীল ৷ যদিও এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় কুস্তি ফেডারেশন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi High Court, New Delhi, Sports, Sushil Kumar, Wrestling