Home /News /sports /
দু’হাতেই বল করতে পারতেন সুশান্ত ! ভিডিওতে দেখুন প্রয়াত অভিনেতার আরও এক প্রতিভা

দু’হাতেই বল করতে পারতেন সুশান্ত ! ভিডিওতে দেখুন প্রয়াত অভিনেতার আরও এক প্রতিভা

Screengrab from Youtube

Screengrab from Youtube

ডান হাতের পাশাপাশি বাঁ হাতেও সমান দক্ষতায় বোলিং করতে পারতেন সুশান্ত ৷

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুত ৷ যাঁর মৃত্যুতে গোটা বলিউড নড়ে গিয়েছে ৷ তাঁর মৃত্যু রহস্য উদঘাটনে নেমে পড়েছে সিবিআই ৷ গোটা দেশ জুড়েই স্লোগান উঠেছে, ‘জাস্টিস ফর সুশান্ত’ ৷ সেই অভিনেতা যে বহুমুখী প্রতিভার অধিকারি ছিলেন, তা জানতে কারোরই আর বাকী নেই ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে সুশান্তের একটি নেটে বোলিং প্র্যাকটিসের ভিডিও ৷ সেখানে দেখা গিয়েছে ডান হাতের পাশাপাশি বাঁ হাতেও সমান স্বচ্ছন্দে বল করছেন সুশান্ত ৷

  Video Courtesy: Hindi Today

  সুশান্ত আদতেই ছিলেন একজন অলরাউন্ডার ৷ পড়াশুনায় তুখোর ৷ অভিনয়ের জগতে সকলের মন জয় করার পাশাপাশি খেলাধূলাতেও সমান দক্ষতা ছিল তাঁর ৷ বিশেষ করে ক্রিকেটে ৷ পর্দায় ধোনির বায়োপিকে সবাই তাঁর ট্যালেন্ট দেখেছে ৷ ছবির জন্য ধোনির ‘হেলিকপ্টার শট’-ও অনায়াসে নিজের আয়ত্তে এনেছিলেন ৷ অর্থাৎ ব্যাটিং, বোলিং ফিল্ডিং- ক্রিকেটের সব বিভাগেই সমান দক্ষ ছিলেন সুশান্ত ৷

  এদিকে সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত প্রক্রিয়া কতদূর এগোল, তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ ৷ এইমএসের মেডিক্যাল বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ তবে ওই মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক সুধীর গুপ্তের কন্ঠস্বরের একটি অডিও টেপ ফাঁস হতেই ফের তৈরি হয়েছে চাঞ্চল্য ৷ কারণ ওই টেপে সুধীর গুপ্তকে বলতে শোনা গিয়েছে, ‘‘ খুনই করা হয়েছে সুশান্তকে ৷’’ এর পরেই সুশান্তের পরিবারের পক্ষ থেকে নতুন করে ফরেন্সিক তদন্তের দাবি জানানো হয়েছে ৷

  এইমসের রিপোর্ট আসার পরই সুশান্তের মৃত্যুর ঘটনায় ফের সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত। দুটি টুইটবার্তায় কঙ্গনা ফের তোপ দেগেছেন ‘‘এক দিন সকালে ঘুম ভাঙল, তারপর আচমকা নিজেদের মেরে ফেললেন, তরুণ এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন মানুষদের ক্ষেত্রে এটা কখনও হতেই পারে না। সুশান্ত বলেছিলেন, তাঁকে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে। প্রাণের আশঙ্কা ছিল। মুভি মাফিয়ারা তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাঁকে হেনস্থা করা হয়েছে। ধর্ষণের ভুয়ো অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত।’’

  সূত্রের খবর, সিবিআই আত্মহত্যার দিকটিও খতিয়ে দেখবে। কিন্তু আত্মহত্যার প্ররোচনা দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হচ্ছে না।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর