হোম /খবর /খেলা /
হরভজন, যুবরাজ সিংয়ের পর আফ্রিদির ‌উপর ক্ষেপে গেলেন সুরেশ রায়না, দিলেন হুঁশিয়ারি

হরভজন, যুবরাজ সিংয়ের পর আফ্রিদির ‌উপর ক্ষেপে গেলেন সুরেশ রায়না, দিলেন হুঁশিয়ারি

রায়না ট্যুইটারে লিখলেন, ‘‌আপনাকে কাশ্মীর নিয়ে ভাবতে হবে না, আপনি বরং নিজের ‘‌ব্যর্থ দেশ’‌ নিয়ে ভাবুন।

  • Last Updated :
  • Share this:

#‌নয়াদিল্লি:‌ ক’‌দিন আগেই আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুকথা বলায় খেপে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। এক এক করে যুবরাজ সিং, হরভজন সিং থেকে শুরু করে গৌতম গম্ভীর, সকলেই আফ্রিদিকে আক্রমণ করেছিলেন। তারপরেও এই পাক ক্রিকেটার চুপ করেননি। তিনি আবার ‘‌সেভ কাশ্মীর;‌ হ্যাশট্যাগে ট্যুইট করে বসেছিলেন। আর সেই নিয়েই তাঁকে কটাক্ষ করলেন সুরেশ রায়না।

রায়না ট্যুইটারে লিখলেন, ‘‌আপনাকে কাশ্মীর নিয়ে ভাবতে হবে না, আপনি বরং নিজের ‘‌ব্যর্থ দেশ’‌ নিয়ে ভাবুন। সত্যি, একজন মানুষ সবসময় খবরে থাকার জন্য কি না করতে পারেন।’‌ খবরে থাকার জন্যই মাঝে মাঝে এসব বিতর্কিত মন্তব্য করেন আফ্রিদি, এই কথাটাও ঘুরিয়ে শুনিয়ে দিয়েছেন রায়না। রায়না আরও লিখেছেন, ‘‌আমি একজন গর্বিত কাশ্মীরের বাসিন্দা। আর কাশ্মীর আজীবন ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, এবং ভবিষ্যতেও থাকবে।’‌

এর আগে যুবরাজ সিং, হরভজন সিং ও গৌতম গম্ভীর আফ্রিদির বিতর্কিত কথাবার্তার কারণে তাঁকে ট্যুইটারে আক্রমণ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আফ্রিদির করা মন্তব্য যে তাঁরা ভাল ভাবে নেননি, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Cricket, Shahid Afridi, Suresh Raina