হোম /খবর /দেশ /
‘পঞ্জাবে আমার বাড়িতে যা হয়েছে ভয়ঙ্কর!’IPL থেকে সরে দাঁড়ানোর পর ট্যুইট রায়নার

‘পঞ্জাবে আমার বাড়িতে যা হয়েছে ভয়ঙ্কর!’ আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর ট্যুইটারে মুখ খুললেন সুরেশ রায়না

আইপিএল না খেলে কেন তিনি দেশে ফিরে এসেছেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল৷ প্রথমে শোনা গিয়েছিল সিএসকে দলের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়াতেই দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না৷ পরে শোনা যায়, পাঞ্জাবে তাঁর কাকার পরিবারের উপরে দুষ্কৃতী হানার ঘটনার জেরেই তিনি দেশে ফিরেছেন৷ সবশেষে এমন খবরও ছড়িয়ে পড়ে, হোটেলের ঘর পছন্দ না হওয়াতেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিবাদের জেরেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রায়না৷ কারণ তিনি নাকি ধোনি যেমন ঘর পেয়েছেন, সেরকম ঘরেরই দাবি করেছিলেন, যা মানতে চায়নি টিম ম্যানেজমেন্ট৷

আইপিএল না খেলে কেন তিনি দেশে ফিরে এসেছেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল৷ প্রথমে শোনা গিয়েছিল সিএসকে দলের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়াতেই দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না৷ পরে শোনা যায়, পাঞ্জাবে তাঁর কাকার পরিবারের উপরে দুষ্কৃতী হানার ঘটনার জেরেই তিনি দেশে ফিরেছেন৷ সবশেষে এমন খবরও ছড়িয়ে পড়ে, হোটেলের ঘর পছন্দ না হওয়াতেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিবাদের জেরেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রায়না৷ কারণ তিনি নাকি ধোনি যেমন ঘর পেয়েছেন, সেরকম ঘরেরই দাবি করেছিলেন, যা মানতে চায়নি টিম ম্যানেজমেন্ট৷

ভয়াবহ সেই ঘটনার কথা তুলে ধরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আবেদন জানান ৷

  • Last Updated :
  • Share this:

#চন্ডীগড়: ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবারই আমিরশাহি থেকে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ আসন্ন আইপিএল থেকে রায়নার সরে দাঁড়ানোর পরই নানা জল্পনা শুরু হয়ে যায় ৷ সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও, পরে খবর মেলে পারিবারিক দুর্ঘটনার ৷ ভয়ঙ্কর দুষ্কৃতি হামলার শিকার ক্রিকেটার সুরেশ রায়নার পরিবার ৷ পাঠানকোটে পিসির বাড়িতে দুষ্কৃতি হামলায় নিহত প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের পিসেমশাই ও এক তুতো ভাই ৷ আশঙ্কাজনক অবস্থা তাঁর পিসির ৷ ট্যুইটারে এবার সেই ঘটনা নিয়ে সোচ্চার চেন্নাই সুপার কিংস তারকা প্লেয়ার রায়না ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷

১৯ অগাস্ট গভীর রাতে পাঠানকোটের মাধোপুরের কাছে থরিয়াল গ্রামে রায়নার পিসি- পিসেমশাইয়ের বাড়িতে লুঠের উদ্দেশে হামলা চালায় ডাকাতের দল। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। ধারাল অস্ত্র দিয়ে তাঁদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। পিসেমশাই, ৫৪ বছরের অশোক কুমারের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হন রায়নার পিসি আশাদেবী ও তাঁর দুই পিসতুতো ভাই কৌশল কুমার (৩২) , আপিন কুমার (২৪) ৷ গতকাল রাতে মৃত্যু হয় আরও এক ভাইয়ের ৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অলরাউন্ডার ক্রিকেটারের পিসি, তাঁর ৮০ বছরের শাশুড়ি এবং এক তুতোভাই ৷ ঘটনার তদন্ত চলছে ৷ ডাকাত দল বাড়ি থেকে টাকা ও সোনা-গয়না লুঠ করে পালিয়েছে বলে জানা গিয়েছে ৷

সেই ঘটনার কথা উল্লেখ করেই মঙ্গলবার লম্বা ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন রায়না ৷ ভয়াবহ সেই ঘটনার কথা তুলে ধরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আবেদন জানান ৷ তিনি লিখেছেন, ‘পঞ্জাবে আমার পরিবারের সঙ্গে যা ঘটেছে তা ভয়ঙ্কর ৷ আমার পিসেমশাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ পিসিও গুরুতর আহত, ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ৷ আমার দুই তুতো ভাইও আহত ৷ গত রাতেই দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন একজন ৷’ এখানেই শেষ নয়, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি,‘সেদিন রাতে আসলে ওখানে কি হয়েছিল, তা আমরা এখনও জানি না ৷ পঞ্জাব পুলিশের কাছে ব্যাপারটা দেখার জন্য আবেদন করছি ৷ কে বা কার ওনাদের এমন হাল করল, তা আমরা জানতে চাই ৷ দোষীরা কোনওভাবে পার না পায় ৷’

আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর পিছনে এই দুর্ঘটনাই কারণ কিনা তা নিয়ে কিছু জানাননি রায়না ৷ তবে এই ঘটনায় তারকার সঙ্গে একসুরে সুবিচারের আর্জি জানাচ্ছেন নেটিজেনরাও ৷

Published by:Elina Datta
First published:

Tags: Suresh Raina