corona virus btn
corona virus btn
Loading

এমএসকে প্রসাদের জায়গায় নতুন নির্বাচক প্রধান সুনীল যোশী, সঙ্গে এলেন হরবিন্দর

এমএসকে প্রসাদের জায়গায় নতুন নির্বাচক প্রধান সুনীল যোশী, সঙ্গে এলেন হরবিন্দর
নতুন নির্বচাক প্রধান সুনীল যোশী, সঙ্গে এলেন হরবিন্দর৷ PHOTO- BCCI
  • Share this:

#মুম্বাই: এমএসকে প্রসাদের জায়গায় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান পদে আসছেন প্রাক্তন বাঁ হাতি স্পিনার সুনীল যোশী৷ এ ছাড়াও নতুন নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন আর এক প্রাক্তন ক্রিকেটার হরবিন্দর সিং৷ তিনি আসছেন মেয়াদ শেষ হওয়া আর এক নির্বাচক গগন খোড়ার জায়গায়৷ ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি-র সুপারিশ মেনেই এই দুই প্রাক্তন ক্রিকেটারকে বেছে নেওয়া হলো বলে একটি বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই৷

এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন কমিটির তিন নির্বাচক দেবাং গাঁধী, শরণদীপ সিং এবং যতীন পরাঞ্জপের মেয়াদ এখনও শেষ হয়নি৷ তাঁদের সঙ্গেই কাজ করবেন সুনীল এবং হরবিন্দর৷ ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির তিন সদস্য মদন লাল, আর পি সিং এবং সুলক্ষ্মণা নায়েক সাক্ষাৎকার নিয়ে এই তিনজনকেই বেছে নিয়েছিলেন৷

সুনীল যোশী ভারতের হয়ে ১৫টি টেস্ট এবং ৬৯টি একদিনের ম্যাচ খেলেছেন৷ আর হরবিন্দর খেলেছেন ৩টি টেস্ট এবং ১৬টি একদিনের ম্যাচ৷ আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে হতে চলা একদিনের সিরিজ-এর জন্য দল বেছে নেবে নতুন নির্বাচন কমিটি৷ নতুন দুই নির্বাচক কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, এক বছর তার উপরে নজর রাখবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি৷ তার পরেই তাঁদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Published by: Debamoy Ghosh
First published: March 4, 2020, 9:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर