#লিডস: কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সুনীল গাভাসকার। চতুর্থ দিন সকালে চেতেশ্বর পূজারা কোনও রান না করেই ফিরে গেলে, একটা খারাপ ইঙ্গিত বহন করছিল। গাভাসকার মনে করেন বিরাট এবং চেতেশ্বর যদি একটা ঘন্টা নতুন বল সামলে দিতে পারতেন, তাহলে এই দিন দেখতে হত না। তাই বলে ৫৪ মিনিটে সাত উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যাবে ভারত, এতটা ভাবতে পারেননি কিংবদন্তি ব্যাটসম্যান। বিশেষ করে পন্থ এবং রাহানে যেভাবে আউট হয়েছেন, তাতে খারাপ লাগার যথেষ্ট কারণ রয়েছে।
সানি মনে করেন পঞ্চম এবং ষষ্ঠ স্টাম্পের বাইরে গিয়ে খোঁচা দিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। এটা মেনে নেওয়া যায় না। কিছু বল রবিনসন এবং অ্যান্ডারসন দারুণ করেছিলেন। এই ধরনের উইকেটে কোন লাইন, লেন্থ বল রাখতে হয় সেটা ইংরেজ
গাভাসকার নিশ্চিত ড্রেসিংরুমে গিয়ে যখন কাটাছেঁড়া হবে, তখন রিপ্লে দেখলে নিজেরই খারাপ লাগবে ভারতীয় ব্যাটসম্যানদের। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি বেশিরভাগ সময় চেষ্টা করছেন সামনের পায়ে খেলার। ব্যাকফুট ব্যবহার করছেন না। এতে সুবিধে হচ্ছে ইংল্যান্ড বোলারদের। ব্যাকফুট ব্যবহার করে জো রুট প্রচুর রান করে গিয়েছে। বিরাট সেটাই করলে সফল হতেন মনে করেন সানি।
তবে সিরিজে শেষ দুটি টেস্ট বাকি আছে। গাভাসকার মনে করেন নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে ভারত সিরিজ জয়ের ক্ষমতা রাখে। রাহানের আত্মবিশ্বাস একেবারে তলানিতে মনে করেন তিনি। তাহলে উপায় কী?
ওভালে কী টেস্ট অভিষেক হতে পারে সূর্য কুমার যাদবের ? ফারুক ইঞ্জিনিয়ার এই প্রস্তাব রেখেছিলেন। আজ রান না করতে পারলে চেতেশ্বর পুজারা হয়তো বাদ পড়ে যেতেন। ৯১ রানের ইনিংস আপাতত তাঁর জায়গা বাঁচিয়ে দিল। কোপ পড়তে পারে রাহানের ওপর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs england, Sunil Gavaskar