#মুম্বই: বিশ্বকাপ সেমিফাইনাল সেই কবে হয়েছে ৷ তারপর থেকেই আর মাঠে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে ৷ তিনি অবসরও নেননি ৷ তাহলে তিনি করছেনটা কী ? এত বড় ছুটিতে কেন ? এই প্রশ্নই এবার তুললেন কিংবদন্তী সুনীল গাভাস্কর ৷ শনিবার গাভাস্কর বলেন, ‘‘এত দিন কেউ ভারতের হয়ে না খেলে বাইরে বসে থাকে !’’
এ বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনি খেলবেন কী না ৷ তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে ৷ এই নিয়ে গাভাস্করকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ‘‘ ওর ফিটনেস কেমন আছে ৷ তা আমার থেকে ও নিজেই ভাল বলতে পারবে ৷ বিশ্বকাপ সেমিফাইনালের পর তো ধোনি আর মাঠেই নামেনি ৷ কেউ কি ভারতীয় দল থেকে নিজেকে এত দিন দূরে সরিয়ে রাখতে পারে?’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni, Sunil Gavaskar