Home /News /sports /
সিরিজ ১-৪-এ হারলেও অধিনায়ক বিরাটের পাশে গাভাস্কর, কী বললেন এই কিংবদন্তী ?

সিরিজ ১-৪-এ হারলেও অধিনায়ক বিরাটের পাশে গাভাস্কর, কী বললেন এই কিংবদন্তী ?

Photo Courtesy: Reuters

Photo Courtesy: Reuters

 • Share this:

  #লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-৪-এ হার হজমের পরেও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে খুব একটা মনমরা দেখায়নি ৷ বরং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছে, ‘‘ আমরা প্রত্যেক ম্যাচেই যথেষ্ট লড়াই করেছি ৷ আমাদের বিশ্বাস করতেই হবে আমরা সেরা ৷ ’’ ভারত অধিনায়কের এই বক্তব্য শুনে নানা মহলে নানা কথা উঠলেও এব্যাপারে তিনি পাশে পেয়ে গিয়েছেন কিংবদন্তী সুনীল গাভাস্করকে ৷

  সিরিজ হারলেও ভারত অধিনায়ক বিরাটের সমর্থনে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, ‘‘সিরিজে এত ভাল খেলেছে বিরাট। সব চেয়ে বেশি রান করেছে। তার পরেও এ ভাবে হেরেছে। হতাশ থাকার কথা। তা ছাড়া এমন একটা প্রশ্নের উত্তরে কোন অধিনায়কই বা বলবে, নিজেদের সেরা ভাবি না !’’

  First published:

  Tags: India vs England, Sunil Gavaskar, Virat Kohli

  পরবর্তী খবর