#লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-৪-এ হার হজমের পরেও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে খুব একটা মনমরা দেখায়নি ৷ বরং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছে, ‘‘ আমরা প্রত্যেক ম্যাচেই যথেষ্ট লড়াই করেছি ৷ আমাদের বিশ্বাস করতেই হবে আমরা সেরা ৷ ’’ ভারত অধিনায়কের এই বক্তব্য শুনে নানা মহলে নানা কথা উঠলেও এব্যাপারে তিনি পাশে পেয়ে গিয়েছেন কিংবদন্তী সুনীল গাভাস্করকে ৷
সিরিজ হারলেও ভারত অধিনায়ক বিরাটের সমর্থনে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, ‘‘সিরিজে এত ভাল খেলেছে বিরাট। সব চেয়ে বেশি রান করেছে। তার পরেও এ ভাবে হেরেছে। হতাশ থাকার কথা। তা ছাড়া এমন একটা প্রশ্নের উত্তরে কোন অধিনায়কই বা বলবে, নিজেদের সেরা ভাবি না !’’
These kind of series shows you exactly what the character of each individual is, and I see it as an opportunity and not an adversity - Virat Kohli.#ENGvIND pic.twitter.com/WpGP8jzwB4
— BCCI (@BCCI) September 12, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।