Home /News /sports /
সিডনিতে কোহলির হাতে ট্রফি দেখে চোখে জল গাভাস্করের

সিডনিতে কোহলির হাতে ট্রফি দেখে চোখে জল গাভাস্করের

Photo Courtesy: ICC/Twitter

Photo Courtesy: ICC/Twitter

 • Share this:

  #সিডনি: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই বর্ডার-গাভাস্কর ট্রফি ৷ এসসিজি-তে কোহলি ব্রিগেড ইতিহাস গড়ার পর স্বভাবতই খুশি সুনীল গাভস্কর ৷ মাঠে উপস্থিত না থাকলেও একটি চ্যানেলে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের কমেন্ট্রি করছেন তিনি ৷ কোহলির হাতে ট্রফি দেখে স্টুডিওতে বসেই আনন্দে চোখ ছলছল করে উঠেছিল লিটল মাস্টারেরও ৷

  তিরাশিতে লর্ডসে প্রথমবার বিশ্বকাপ জেতার থেকে কোনও অংশেই কম নয় সিডনির ৭ জানুয়ারি ২০১৯ দিনটা ৷ কারণ গত ৭১ বছরে যেটা কখনই সম্ভব হয়নি ৷ সেটাই এদিন করে দেখালেন বিরাট অ্যান্ড কোম্পানি ৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অবশ্যই তা বিরাট দিন ৷  সিরিজের ফল যদিও ১-২ নয়, ১-৩ হতে পারত অনায়াসে ৷ যদিও সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি শুধুমাত্র বৃষ্টির জন্যই ৷ বরুণদেবের কৃপায় আরও খানিকটা লজ্জার হাত থেকে শেষপর্যন্ত বাঁচল টিম পেইনের অস্ট্রেলিয়া ৷

  আরও পড়ুন-বৃষ্টিতে ড্র সিডনি টেস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস টিম ইন্ডিয়ার

  1546741730-Kohli_Gavaskar_AP_PTI

  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যালান বর্ডারের হাত থেকে ট্রফি নিয়ে সেটা ময়াঙ্ক আগরওয়ালের হাতে তুলে দিয়েছিলেন কোহলি ৷ ভারতীয় ক্রিকেটের এমন আবেগঘন মুহূ্র্তে চোখের জল ধরে রাখতে পারেননি গাভাস্কর ৷ স্টুডিওতে বসেই তিনিবলে ওঠেন, “আমার চোখে আজ জল এসে গেল।”

  First published:

  Tags: Border-Gavaskar Trophy, India vs Australia, Sunil Gavaskar

  পরবর্তী খবর