#সিডনি: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই বর্ডার-গাভাস্কর ট্রফি ৷ এসসিজি-তে কোহলি ব্রিগেড ইতিহাস গড়ার পর স্বভাবতই খুশি সুনীল গাভস্কর ৷ মাঠে উপস্থিত না থাকলেও একটি চ্যানেলে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের কমেন্ট্রি করছেন তিনি ৷ কোহলির হাতে ট্রফি দেখে স্টুডিওতে বসেই আনন্দে চোখ ছলছল করে উঠেছিল লিটল মাস্টারেরও ৷
তিরাশিতে লর্ডসে প্রথমবার বিশ্বকাপ জেতার থেকে কোনও অংশেই কম নয় সিডনির ৭ জানুয়ারি ২০১৯ দিনটা ৷ কারণ গত ৭১ বছরে যেটা কখনই সম্ভব হয়নি ৷ সেটাই এদিন করে দেখালেন বিরাট অ্যান্ড কোম্পানি ৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অবশ্যই তা বিরাট দিন ৷ সিরিজের ফল যদিও ১-২ নয়, ১-৩ হতে পারত অনায়াসে ৷ যদিও সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি শুধুমাত্র বৃষ্টির জন্যই ৷ বরুণদেবের কৃপায় আরও খানিকটা লজ্জার হাত থেকে শেষপর্যন্ত বাঁচল টিম পেইনের অস্ট্রেলিয়া ৷
আরও পড়ুন-বৃষ্টিতে ড্র সিডনি টেস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস টিম ইন্ডিয়ার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যালান বর্ডারের হাত থেকে ট্রফি নিয়ে সেটা ময়াঙ্ক আগরওয়ালের হাতে তুলে দিয়েছিলেন কোহলি ৷ ভারতীয় ক্রিকেটের এমন আবেগঘন মুহূ্র্তে চোখের জল ধরে রাখতে পারেননি গাভাস্কর ৷ স্টুডিওতে বসেই তিনিবলে ওঠেন, “আমার চোখে আজ জল এসে গেল।”
Gavaskar says he has tears in his eyes. I can't control mine here. Man...this feels surreal. Love this team. #AUSvIND
— KASHISH (@crickashish217) January 7, 2019
Sunil Gavaskar @Sunilgav on TV during trophy handover ceremony- “I have tears in my eyes.” Virat Kohli @imVkohli won the Border-Gavaskar trophy afterall playing in Australia.@AnushkaSharma #AUSvIND #Virat @ashutosh_1508 pic.twitter.com/MzqKkGtFlc — Ashutosh anand
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Border-Gavaskar Trophy, India vs Australia, Sunil Gavaskar