হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্টের আরোগ্য কামনায় গোটা দেশ৷সৌরভের প্রিয়জনের সঙ্গেই সমস্ত আপামোর অনুরাগীরাই চাইছেন জীবনের ময়দানে জলদি কামব্যাক করুক সৌরভ৷
#ভুবনেশ্বর:হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্টের আরোগ্য কামনায় গোটা দেশ৷ সৌরভের প্রিয়জনের সঙ্গেই সমস্ত আপামোর অনুরাগীরাই চাইছেন জীবনের ময়দানে জলদি কামব্যাক করুক সৌরভ৷
ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের ভাস্কর্যে সবসময় দেশের সাম্প্রতিক ইস্যুগুলোই ফুটে উঠে৷ এবার সুদর্শন সমুদ্রের তীরে বালির ব্যাট-বলের ওপর সৌরভের মুখ বানালেন৷ বার্তা দিলেন, "গেট ওয়েল সুন দাদা (বাংলায় তর্জমা করলে দাঁড়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠ দাদা)"
দেশের একের পর এক তাবড় ব্যক্তিত্ব সৌরভের কুশল সংবাদ নিতে ফোন করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেয়েছেন সৌরভ৷ প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড় হয়ে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কে না খোঁজ নেননি সৌরভের!
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ভাল আছেন সৌরভ ৷ তাঁর বাইপাস সার্জারির সম্ভাবনাও ওড়ালেন চিকিৎসকেরা ৷ তবে আরও দু'টি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে৷ অস্ত্রোপচারের পর মাসখানেক বিশ্রামে থাকতে হবে সৌরভকে| তারপরেই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সৌরভ৷ তাঁর চিকিৎসার জন্য আসছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি ৷