Home /News /sports /
রুট-মইনের পর এবার স্টোকসের সেঞ্চুরিতে চাপে কোহলি ব্রিগেড

রুট-মইনের পর এবার স্টোকসের সেঞ্চুরিতে চাপে কোহলি ব্রিগেড

Photo Courtesy : AFP

Photo Courtesy : AFP

ইংল্যান্ড: ৫৩৭, ভারত: ৬৩/০ ( ২৩ ওভার)

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:
  ইংল্যান্ড: ৫৩৭
  ভারত: ৬৩/০ ( ২৩ ওভার)
  দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ৪৭৪ রানে ৷ হাতে রয়েছে ১০ উইকেট ৷
  #রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে গত বেশ কয়েক বছরে টেস্ট সিরিজে একেবারেই সাফল্য পায়নি ভারতীয় দল ৷ কিন্তু এবছর পরিস্থিতি একেবারে অন্য ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও সম্প্রতি উড়িয়ে দিয়েছে ভারতীয় দল ৷ টেস্ট রাঙ্কিংয়েও তাই পাকিস্তানকে পিছনে ফেলে অনেক আগেই শীর্ষ স্থান দখল করে নিয়েছেন কোহলিরা ৷ এবার প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ যারা বাংলাদেশেও সম্প্রতি টেস্ট হেরেছে ৷ সেই দলের পক্ষে ভারতের মাটিতে অশ্বিন-জাদেজাদের সামলানো শুধু কঠিন নয়, অসম্ভব হবে ৷ এমনটা প্রায় সকলে ধরেই রেখেছিলেন ৷ কিন্তু চলতি রাজকোট টেস্টের প্রথম দু’দিন দেখে কিন্তু সিরিজের আগে ভবিষ্যদ্বানিটা এখন উল্টোই লাগছে ৷
   যে ভাবে ভারতের বিরুদ্ধে রাজকোট টেস্ট শুরু করেছে ইংল্যান্ড ৷ তাতে চট্টগ্রামে টেস্ট হারার স্মৃতি এখন অতীত ৷  কারণ প্রথম দু’দিনে তিন তিনজন ইংলিশ ব্যাটসম্যানের সেঞ্চুরি ! বোর্ডে  ৫৩৭ রান ৷ সবমিলিয়ে এখন দারণ জায়গায় কুক-বাহিনী  ৷ গতকাল জো-রুটের পর এদিন সেঞ্চিরি পেলেন মইন আলি এবং বেন স্টোকস ৷ বুধবার ৯৯ রানে অপরাজিত থাকার পর মইন আলি (১১৭) এদিন সেঞ্চুরি করলেন ৷ পাশাপাশি ছ’ নম্বরে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করে গেলেন বেন স্টোকসও (১২৮) ৷ বেয়ারস্টো (৪৬)-র সঙ্গে সপ্তম উইকেটে জুটিতে বড় পার্টনারশিপ করে দলের রানকে পাঁচশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন স্টোকস ৷ তিন ইংল্যান্ডের ব্যাটসম্যানের দাপটে ভারতীয় বোলাররা এদিন বেশ ব্যাকফুটে চলে যান ৷ বোলারদের মধ্যে অবশ্য সবচেয়ে সফল রবীন্দ্র জাদেজা ৷ ৮৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷  ২টি করে উইকেট নেন শামি, যাদব এবং অশ্বিন ৷ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান কোনও উইকেট না হারিয়ে ৬৩। ক্রিজে রয়েছেন দুই ওপেনার মুরলী বিজয় (২৫) ও গৌতম গম্ভীর (২৮)।
  Photo Courtesy : AFP Photo Courtesy : AFP
  First published:

  Tags: Day Two, Ind-Eng Series, Match Report, Rajkot Test, Test Series

  পরবর্তী খবর