corona virus btn
corona virus btn
Loading

ইডেনে টেস্ট খেলতে কলকাতায় হাজির লঙ্কাবাহিনী, বিরাটরা কবে আসছেন ?

ইডেনে টেস্ট খেলতে কলকাতায় হাজির লঙ্কাবাহিনী, বিরাটরা কবে আসছেন ?
Photo: News18 Bangla

নিউজিল্যান্ড পর্ব শেষ হতে না হতেই এদেশে হাজির লঙ্কাবাহিনী।

  • Share this:

#কলকাতা: নিউজিল্যান্ড পর্ব শেষ হতে না হতেই এদেশে হাজির লঙ্কাবাহিনী। বুধবার সকালে কলকাতায় পৌঁছল দীনেশ চান্দিমলের লঙ্কা ব্রিগেড।

ঘরের মাঠে বিরাটদের বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে, টি২০ - সব মিলিয়ে ৯টা ম্যাচ। দুঃসময়ে কেটেছিল ক্রিকেটারদের। ফিরতি সফরে ভাল খেলতে তাই মরিয়া ম্যাথিউজ, করুণারত্নেরা। বৃহস্পতিবার সকালে সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসের মাঠে প্র্যাকটিস সারবেন চান্দিমলরা। ১১ নভেম্বর ওই মাঠেই বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে খেলবেন তাঁরা।

বোর্ড সভাপতি একাদশের অধিনায়ক নমন ওঝা। ১৬ নভেম্বর ইডেনে তিন সিরিজের প্রথম টেস্ট। ১৩ নভেম্বর কলকাতায় আসার কথা বিরাটদের ৷

vlcsnap-2017-11-08-20h18m33s44

First published: November 8, 2017, 8:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर